দাম্পত্য বিবাদ থেকে ফাঁস জঙ্গি-যোগ! এগরা থেকে গ্রেপ্তার দুই
দৈনিক স্টেটসম্যান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
স্ত্রীর সঙ্গে দাম্পত্য বিবাদ গড়াল থানায়, আর সেখান থেকেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য! ভুয়ো নথিপত্রের সাহায্যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে পূর্ব মেদিনীপুরের এগরা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে। জঙ্গি সন্দেহে ধৃতদের নাম কুরবান মণ্ডল ও ইমরান হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এগরার ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর বাজার এলাকায় সুকুমার মান্নার বাড়িতে ভাড়া থাকত তারা। প্রায় এক মাস ধরে সেখানেই স্ত্রীদের সঙ্গে বসবাস করছিল। কুরবান নিজেকে আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা হিসেবে পরিচয় দিত, আর ইমরান ছিল রাজমিস্ত্রির ছদ্মবেশে।
তদন্তকারীদের নজরে আসে বিষয়টি যখন কুরবান ও তার স্ত্রী মুক্তা বিবির মধ্যে অশান্তি চরমে ওঠে। দাম্পত্য কলহের জেরে মুক্তা এগরা থানার অন্তর্গত নেগুয়া ফাঁড়িতে গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্তদের বাড়িতে পৌঁছয় এবং তদন্ত শুরু করে।
তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। নথিপত্র ঘেঁটে দেখা যায়, ধৃত ইমরান আসলে বাংলাদেশের নাগরিক। সে ভুয়ো নথি তৈরি করে নিজের নাম বদলে ইব্রাহিম হোসেন হিসেবে পরিচয় দিত। এমনকি তার পরিচয়পত্রে ঠিকানা দেওয়া ছিল উত্তর ২৪ পরগনার কেউটসা বুরুজ গ্রামের বাসিন্দা হিসেবে। কিন্তু কেন তারা এগরায় আশ্রয় নিয়েছিল এবং তাদের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
তদন্তকারীদের সন্দেহ, এই দুই ব্যক্তি কি কোনও নাশকতার ছক কষছিল, নাকি এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত জারি রেখেছে পুলিশ।