সন্দীপ প্রামাণিক: গত ২৪ ঘন্টায় ২ থেকে ৪ ডিগ্রি, কোথাও কোথাও পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। কাল আরো একটু নামবে পারদ। সামনের সপ্তাহে আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস এর উপরে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে উঠে যাবে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
কদিন ধরেই রাস্তাঘাট ভরে যাচ্ছে ঘন কুয়াশায়। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত নেই। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে। উত্তরবঙ্গের দার্জিলিং , জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাতে খুব সকালের দিকে হালকা কুয়াশা। আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আপাতত শুষ্ক আবহাওয়া; বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
কলকাতা ও সংলগ্ন জেলায় শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তাপমাত্রা আগামিকাল শনিবার ১৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি নেমে যেতে পারে। রবি ও সোমবারের স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে।
পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আটকে ছিল শীতের আমেজ। উত্তর পশ্চিমের হাওয়া না ঢোকায় এতদিন বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকেছিল তার ফলেই তাপমাত্রা বেড়েছিল ঘন কুয়াশা হয়েছিল। ফের উত্তর পশ্চিমের বাতাসে হালকা শীতের আমেজ।