• ভরসন্ধ্যায় ডানকুনিতে শুটআউট, হাসপাতালে মৃত্যু যুবকের
    প্রতিদিন | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সুমন করাতি, হুগলি: ভরসন্ধ্যায় শুটআউট হুগলির ডানকুনিতে। খুব কাছ থেকে এক যুবককে গুলি করে মারা হয় বলে অভিযোগ। পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। মৃত যুবকের নাম বান্টি সাউ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুসারে, শুক্রবার সন্ধ্যায় ডানকুনির দিল্লি রোডের ধারে এই ঘটনা ঘটেছে। বান্টি সাউ এদিন কাজ সেরে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। সেসময় বাইক করে কয়েক জন সেখানে আসে।
    ১২ নম্বর ওয়ার্ডের গ্র্যান্ডসিটি আবাসনের কাছাকাছি তিনি পৌঁছলেই দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। খুব কাছ থেকে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত বান্টি রাস্তাতে পড়ে গেলে দুষ্কৃতীরা সেখান থেকে দ্রুত বাইক নিয়ে পালিয়ে যায়।

    ঘটনাস্থলে দ্রুত পৌঁছন ডানকুনি থানার পুলিশ। রক্তাক্ত ওই যুবক বেশ কিছুক্ষণ সেখানে পড়েছিলেন বলে খবর। তাঁকে দ্রুত উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার গুরুত্ব অনুভব করে ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কী কারণে গুলি চালানো হল? ওই যুবকের সঙ্গে কি দুষ্কৃতীতের কোনও বিবাদ ছিল? সেই প্রশ্ন খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
  • Link to this news (প্রতিদিন)