• সর্ষের তেলে পাম অয়েল মিশিয়ে নামী ব্রান্ডের টিনে ভর্তি, অভিযানে পর্দা ফাঁস
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ভোজ্য তেলে মেশানো হচ্ছে ভেজাল! সর্ষে তেলের সঙ্গে মেশানো হচ্ছে পাম অয়েল সহ নানা কেমিক্যাল। আসানসোলে এমন চাঞ্চল্যকর অভিযোগ পেয়ে শুক্রবার যৌথভাবে অভিযানে নামল স্বাস্থ্যদপ্তর ও পুলিস। অভিযানে গিয়ে চক্ষুচড়কগাছ আধিকারিকদের। রাজস্থান থেকে ট্যাঙ্কারে করে তেল এনে তা ঢালা হচ্ছে বিভিন্ন বড় পাত্রে। তাতে পাম অয়েল সহ অন্যান্য পদার্থ মেশানোর পর একাধিক নামী ব্র্যান্ডের টিনে ভরা হচ্ছে। সেটাই বাজারে বিক্রি হচ্ছে। ভেজাল সর্ষের তেল খাচ্ছেন আসানসোলবাসী। স্বাভাবিকভাবেই স্বাস্থ্য নিয়ে বড় উদ্বেগের কারণ সামনে এসেছে এদিনের  অভিযানে। স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে সর্ষে তেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। 


    জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস বলেন, পুলিসের এনর্ফোসমেন্ট ব্রাঞ্চ থেকে লিখিত অভিযোগ এসেছিল ভোজ্য তেলে ভেজাল মেশানোর। তাঁদের নিয়েই এদিন অভিযান চালানো হয়। তেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষাগারে তা পাঠানো হচ্ছে। বাকি বিষয়গুলিও তদন্ত করে দেখা হচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটে অভিযোগ এসেছিল, আসানসোল উত্তর থানা এলাকায় জাতীয় সড়কের পাশেই ভোজ্য তেলে ভেজাল মিশিয়ে নামী ব্র্যান্ডের সরিষার তেল হিসাবে বিক্রি করা হচ্ছে। একই অভিযোগ পেয়েছিল রাজ্য পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চও। এরপরই স্বাস্থ্যদপ্তরের ফুড সেফটি বিভাগকে পুরো বিষয়টি জানায় পুলিস। এদিন ফুড সেফটি আধিকারিকদের নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযানে যায়। সেখানে গিয়ে দেখা যায়, বড় এলাকা জুড়ে টিনের শেডের ওয়ার্কশপ। সেখানে বড় বড় কন্টেনার। কন্টেনার ভর্তি তরল। নীচে পাইপ লাগানো রয়েছে। পাশেই সারি দিয়ে দাঁড় করানো একাধিক নামী সরিষার তেলের ব্র্যান্ডের টিন। ব্যবসায়ীর কাছে ব্যবসার নথি দেখতে চান আধিকারিকরা। তিনি ট্রেড লাইসেন্স ও এফএসএসএআই  লাইসেন্স দেখান। স্বাস্থ্যদপ্তরের ফুড সেফটি বিভাগের দেওয়া এফএসএসএআই লাইসেন্সে নিজের ব্যবসাকে ট্রেড ও রিটেল, হোলসেলার হিসেবে দেখানো হয়েছে। কোথাও প্যাকেজিং শব্দের উল্লেখ নেই। রিটেল ব্যবসার নাম করে কী ভাবে প্যাকেজিং করছেন? প্রশ্ন করেন আধিকারিকরা। ব্যবসায়ী জানান, মোটা টাকা লাইসেন্স ফি দিতে হতো। তা এড়াতেই তিনি প্যাকেজিংয়ের কথা উল্লেখ করেননি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)