• জেলা প্রাথমিকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে বিপুল উৎসাহ
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বহরমপুর: বহরমপুর স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের ৪৪তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দেয়। শুক্রবার মশাল প্রজ্জ্বলন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত, পুলিস সুপার(মুর্শিদাবাদ পিডি) সূর্যপ্রতাপ যাদব। এদিন প্রতিযোগী ও খেলার বিচারকদের শপথ বাক্য পাঠ করান আশিসবাবু। 


    জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত বলেন, মুর্শিদাবাদ জেলায় খেলার প্রচুর মানোন্নয়ন হয়েছে। এই জেলা গত বছর রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় সারা রাজ্যের দৃষ্টি আকর্ষণ করেছিল। এবারও রাজ্যস্তরের প্রতিযোগিতায় তার প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করছি। 


    পাঁচটি মহকুমাস্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা জেলাস্তরের প্রতিযোগতায় অংশ গ্রহণের সুযোগ পেয়েছে। জেলার মোট ৩১৮২টি প্রাথমিক ও এসএসকে বিদ্যালয়ের প্রতিযোগীদের নিয়ে শেষ হয়েছে মহকুমাস্তরের প্রতিযোগিতা। সেখান থেকে জেলাস্তরে ৩৪০ জন প্রতিযোগী উঠে এসেছে। বালক ও বালিকার পৃথক ১৭টি করে ইভেন্টে প্রতিযোগীরা অংশ নিয়েছিল। বৃহস্পতিবার বিভিন্ন ব্লক থেকে আসা প্রতিযোগীদের জেলা পরিষদের ভবনে রাখা হয়েছিল। শুক্রবার তাঁদের স্টেডিয়াম মঞ্চে হাজির করে বর্ণাঢ্য র‍্যালি ও রুট মার্চের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয়।


    বহরমপুর সদর পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভাশিস দে বলেন, জেলার সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শক, ডিআই, এডিআইরা এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। সকলের মিলিত প্রচেষ্টায় বিশেষ করে চেয়ারম্যানের ঐকান্তিক চেষ্টায় সুষ্ঠুভাবে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রাজ্যস্তরের প্রতিযোগিতা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি মেদিনীপুর জেলার শালবনি স্টেডিয়াম মাঠে। জেলাস্তরের প্রতিটি ইভেন্টের প্রথমরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে।


    বালিকা ‘খ’ বিভাগের জিমন্যাস্টিকে প্রথম হয়েছে লালবাগ মহকুমার মাহীন পারভিন। মাহীন বলে, জিমন্যাস্টিক আমার খুবই প্রিয়। রোজ অভ্যাস করি। রাজ্যস্তরে জেলার মুখ উজ্জ্বল করতে পারব বলে আমার বিশ্বাস। ৭৫ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে আলামিন আলি। সময় নিয়েছে ১২.৪০ সেকেন্ড। আলামিল বলে, রাজ্যস্তরের প্রতিযোগিতার আগে সময় আরও কমিয়ে আনাই আমার লক্ষ্য। আর তারজন্য রোজ অনুশীলন করব।
  • Link to this news (বর্তমান)