• অনুমতি ছাড়াই বাড়ি উঁচু করার অভিযোগ উঠল আসানসোলে
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিনা অনুমতিতে জ্যাকের মাধ্যমে বাড়ি উঁচু করার অভিযোগ উঠল আসানসোলে। জানা গিয়েছে, আসানসোল উত্তর থানার দক্ষিণ ধাদকা মৌজায় কুনাল কিশোর তাঁদের বাড়িটিকে উঁচু করছেন। বাড়ির ভিত পর্যন্ত কেটে জ্যাক লাগিয়ে তা উঁচু করা হচ্ছে। বাড়িটির পাশেই থাকা খালি জমির মালিক হিসেবে নিজেকে দাবি করে কাজল মাজি পুরসভায় এনিয়ে লিখিত অভিযোগ করেছেন। কুনাল কিশোর দাবি করেন, গত বছরের বর্ষায় তাঁদের বাড়িতে জল ঢুকে গিয়েছিল। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য এই কাজ করানো হচ্ছে। বিষয়টি স্থানীয় কাউন্সিলার উৎপল সিনহা জানেন। কাজল মাজির অভিযোগ, উনি কোনও অনুমতি ছাড়াই এই ঝুকিপূর্ণ কাজটি করছেন।


    স্থানীয় কাউন্সিলার তথা বরো চেয়ারম্যান উৎপল সিনহা বলেন, এলাকাটি নিচু হওয়ায় অনেক বাড়িতে জল ঢুকে যায়। গতবার বর্ষায় আমি এলাকা পরিদর্শন করার সময়ে ওঁরা আমাকে জানিয়েছিল বাড়িটিকে উঁচু করবেন। কিন্তু কাজ শুরু করার আগে কোনও অনুমতি নেননি। মাথায় রাখতে হবে অনুমতি মৌখিক নয়, লিখিত ভাবে নিতে হবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)