সংবাদদাতা, বোলপুর: বীরভূম জেলার নানা প্রান্তে লাগাতার বোমা উদ্ধার হচ্ছে। শুক্রবার কীর্ণাহার থানার ঠিবা পঞ্চায়েতের কল্যাণপুর গ্রামে ব্যাগভর্তি তাজা বোমা মিলল। পুলিস জানিয়েছে, এদিন কল্যাণপুরের নির্জন, ফাঁকা মাঠে ওই বোমা ও বোমা তৈরির উপকরণভর্তি ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে সেই বোমা উদ্ধার করে।পুলিস জানতে পেরেছে, বেশ কয়েকজন দুষ্কৃতী ওই নির্জন জায়গায় বোমা বাঁধছিল। কিন্তু অজ্ঞাত কারণে সেই বোমা ও বোমা তৈরির উপকরণ ফেলে রেখেই তারা চলে যায়। এঘটনায় এখনও পুলিস কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সম্প্রতি বোলপুর মহকুমা সহ বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যেভাবে বোমা উদ্ধারের ঘটনা বাড়ছে, তাতে অস্বস্তিতে পুলিস। এর পেছনে কারা রয়েছে, তাদের উদ্দেশ্য কী-তা জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।