• শান্তিপুরের স্কুলে চুরি, গায়েব নগদ ৫০ হাজার টাকা
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: দুঃসাহসিক চুরি শান্তিপুরের স্কুলে। প্রধান শিক্ষিকার ঘর সহ অফিস ঘরের একাধিক আলমারি ভেঙে চুরি গিয়েছে ৫০ হাজার টাকারও বেশি নগদ অর্থ। বেশকিছু কাগজপত্রও চুরি গিয়েছ। এছাড়াও দুষ্কৃতীরা স্কুলের একাধিক সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে চম্পট দিয়েছে বলে খবর। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিস। যদিও শুক্রবার বিকেল পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা যায়নি। 


    স্কুল ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শান্তিপুরের সুত্রাগড় বালিকা বিদ্যালয়ে। সদ্য সমাপ্ত হয়েছে স্কুলের সরস্বতী পুজো। ক্যাটারার, ডেকরেটর সহ বিভিন্ন জায়গায় বকেয়া টাকা মেটানোর জন্য স্কুলের আলমারিতেই টাকা রাখা হয়েছিল। শুক্রবার বিভিন্ন জায়গায় সেই টাকা মেটানোর কথাও ছিল। কিন্তু এদিন স্কুলে এসে কর্মচারীরা দেখতে পান একাধিক আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। পরে দেখা যায়, সব মিলিয়ে স্কুলের প্রায় সাতটি আলমারি ভেঙে চুরি হয়েছে নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা। শুধু তাই নয়, একাধিক প্রয়োজনীয় নথিপত্র ওলট-পালট হয়ে গিয়েছে। দুষ্কৃতীরা চম্পট দেওয়ার আগে সিসিটিভির দু’টি হার্ড ডিস্কও খুলে নিয়ে পালিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যালয়ের তরফে নিকটবর্তী শান্তিপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। 
  • Link to this news (বর্তমান)