• মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগামী বেহাল রাস্তাই দুশ্চিন্তার কারণ পড়ুয়াদের
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: শিয়রে মাধ্যমিক পরীক্ষা। শেষমুহূর্তের ঝালাইয়ে ব্যস্ত পরীক্ষার্থীরা। প্রশ্নপত্রর পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে ঠিকমতো পৌঁছনো নিয়ে একটা চিন্তা কাজ করেই। এই পরিস্থিতিতে ময়নাগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তা এখন পরীক্ষার্থীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ওয়ার্ডে রয়েছে শহিদগড় হাইস্কুল। এখানে ৪৬৭ জন পরীক্ষার্থীর সিট পড়েছে। এই স্কুলে আসার একটিমাত্র রাস্তা খানাখন্দে ভরা। উঠেছে পিচের আস্তরণ। বেরিয়ে এসেছে পাথর। ফলে ময়নাগুড়ি হাইস্কুল এবং গার্লস স্কুলের পরীক্ষার্থীদের এই কেন্দ্রে আসতে সমস্যা হতে পারে বলে আশঙ্কায় অভিভাবকরা। রাস্তা দ্রুত সংস্কারের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ চাইছে, পরীক্ষার দিনগুলি রাস্তায় ট্রাফিক বিভাগ যেন বেশি সক্রিয় থাকে। 


    স্কুলের শিক্ষক দীপক চক্রবর্তী বলেন, প্রশাসন সমস্ত সহযোগিতা করবে বলে জানিয়েছে। পুলিস ও প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। রাস্তার অবস্থা খারাপ। অনেক পরীক্ষার্থী সাইকেল এবং টোটোয় চড়ে আসবে। তাদের যাতে কোনও সমস্যা না হয়, সেটা দেখতে ট্রাফিক বিভাগ এই রাস্তায় আরও বেশি করে নজর দিক।


    ১৬ নম্বর ওয়ার্ডের এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। এই  রাস্তায় টোটোচালকরা  আসতে চান না। তাদের দাবি, রাস্তা দিয়ে গাড়ি চালালে গাড়ির যন্ত্রাংশ খারাপ হয়ে যায়। এর আগেও এই রাস্তা নিয়ে পুরসভায় সরব হয়েছিলেন কাউন্সিলার ললিতা রায়। 


    তিনি বলেন, রাস্তার অবস্থা বেহাল। আমাকে ওয়ার্ডবাসীর কাছে কথা শুনতে হচ্ছে। বিষয়টি পুরসভায় জানিয়েছি। আমিও চাইছি রাস্তা দ্রুত সংস্কার হোক। ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, এই রাস্তা সংস্কার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তাটি সংস্কার হবে। 


    ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, ওই স্কুলে যাওয়ার রাস্তায় আমাদের ট্রাফিক কর্মীরা থাকবেন। পরীক্ষার শুরু থেকে শেষ দিন পর্যন্ত নজরদারি চলবে। 


    - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)