• ডালখোলায় ভেজাল মদ তৈরির কারখানার হদিশ, গ্রেপ্তার ৮
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, ইসলামপুর: বাংলা-বিহার সীমান্তে ভেজাল মদ তৈরির গোপন কারখানার পর্দাফাঁস করল উত্তর দিনাজপুর জেলা আবগারি দপ্তর। বৃহস্পতিবার মধ্যরাতের আচমকা অভিযানে বাজেয়াপ্ত হয় ১২৪২ লিটার ভেজাল মদ ৫০০ লিটার কাঁচা স্পিরিট, ৫ হাজার পিস ছিপি, ৩ হাজার ৬০০ পিস নামী ব্রান্ডের হলোগ্রাম ও দু’টি পিকআপ ভ্যান। সব মিলিয়ে প্রায় ৭০ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করেছে জেলা আবগারি দপ্তর। গ্রেপ্তার করা হয়েছে আট জনকে। তাদের মধ্যে দু’জন বিহারের বলরামপুরের বাসিন্দা। ঘটনার তদন্তে নেমেছে জেলা আবগারি দপ্তর। আবগারি দপ্তর সূত্রে খবর, বেশি মুনাফার আশায় কিছুদিন ধরে ডালখোলার নিশীতপুর এলাকায় চোরাগোপ্তাভাবে এই কারখানা চালাচ্ছিল অসাধু কারবারিরা। যেখানে স্বাদে গন্ধে আসল মদের অনুকরণেই এই ভেজাল মদ তৈরি চলছিল। রীতিমতো কারখানা তৈরি করে ফেলেছিল কারবারিরা। সম্প্রতি গোপন সূত্রে এই কারখানার হদিশ মেলে। এরপর বৃহস্পতিবার মধ্যরাতে সেখানে এই অভিযান এবং উল্লেখযোগ্য সাফল্য মেলে।  এক আবগারি আধিকারিকের অনুমান, এই ভেজাল কারবারে বিহার যোগ রয়েছে। যদিও এখনও বিস্তারিত তদন্ত বাকি। জানা গিয়েছে, আবগারি দপ্তরের কর্মীরা নিশীথপুরে পৌঁছতেই ভেজাল মদ ব্যবসায় যুক্ত কর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। আবগারি দপ্তরের কর্মীরা আট জনকে পাকড়াও করে। 
  • Link to this news (বর্তমান)