সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সামনে বিধিনিষেধ উপেক্ষা করে দাঁড়িয়ে যাচ্ছে টোটো। হাসপাতালের সামনের দোকানের গ্রাহকরা রাস্তায় বেঞ্চ পেতে বসছেন। ফলে হাসপাতালের সামনের রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। ফলে আটকে যাচ্ছে অ্যাম্বুলেন্স। বাড়ছে রোগী ও তাঁর পরিজনদের ভোগান্তি। কালিয়াগঞ্জের বাসিন্দা সবিন সিংহ বলেন, হাসপাতালের সামনে টোটো পার্কিং হচ্ছে। এতে হাসপাতালে অ্যাম্বুলেন্স ঢুকতে অসুবিধা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের উচিৎ বিষয়টি দেখা। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, হাসপাতালের সামনে দু’জন মহিলা সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। হাসপাতালের সামনের রাস্তায় যাতে কোনও বাইক বা টোটো না দাঁড়ায় সেই নির্দেশ রয়েছে। নিয়ম না মানলে ফাইন করা হবে।
হাসপাতালের রাস্তায় টোটো ও বাইক যাতে না রাখা হয়, সেজন্য বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা কর্মী ও সিভিক ভলান্টিয়ার রাখা হয়েছে। তবুও সেই নির্দেশ উপেক্ষা করে যানবাহন রাখা হচ্ছে। হাসপাতালের সুপার জয়দেব রায় বলেন, হাসপাতালের তরফে নো পার্কিং বোর্ড লাগানোর পাশাপাশি সিকিউরিটি গার্ড রাখা হয়েছে। মানুষকেও সচেতন হতে হবে। হাসপাতালের সামনের রাস্তায় বাইক টোটো রাখা হলে সবার অসুবিধা। - নিজস্ব চিত্র