• লোকালয়ে বাইসন, ঘুমপাড়ানি গুলি করে কাবু করল বনদপ্তর
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: ফের মাথাভাঙা-২ ব্লকের লোকালয়ে চলে এল জোড়া বাইসন। দিনভর দু’টি বাইসন প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতের আঠারোকোটা কালপানি, খট্টিমারি, মধুপুর গ্রামে দাপিয়ে বেড়ায়। বাইসনের গুঁতোয় জখম হয়েছেন স্থানীয় বাসিন্দা সহিদার রহমান। জখমকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের মাথাভাঙার কর্মীরা। দীর্ঘক্ষণ চেষ্টার পর দু’টি বাইসনকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করেন তাঁরা। বনদপ্তর জানিয়েছে, বাইসন দু’টি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। 


    কিছুদিন আগে প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতেই বাইসনের গুঁতোয় প্রাণ হারান এক ব্যক্তি। এদিন ফের লোকালয়ে বাইসন বের হওয়ার খবরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


    বনদপ্তরের মাথাভাঙার রেঞ্জার সুদীপ দাস বলেন, শুক্রবার প্রেমেরডাঙা আঠারোকোটা কালপানি, খট্টিমারি এলাকায় দু’টি বাইসন এসেছিল। আমরা ঘটনাস্থলে যাওয়ার পর দু’টি বাইসন কোচবিহার-১ ব্লকের মধুপুর এলাকায় চলে যায়। দু’টি বাইসনকেই ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ধরা হয়েছে। কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে বাইসন দু’টিকে এদিনই পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। 


    এ বছর মাথাভাঙা-২ ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় লোকালয়ে বন্যপ্রাণী চলে আসছে। শুধু বাইসনই নয়, হাতি এমনকী হরিণও চলে আসছে লোকালয়ে। মাথাভাঙা-২ ব্লকের পাশ দিয়ে বয়ে গিয়েছে তোর্সা নদী। নদীর পেরিয়ে কখনও জলদাপাড়া কখনও পাতলাখাওয়া জঙ্গল থেকে বন্যপ্রাণী চলে আসছে লোকালয়ে। অসতর্কতার কারণে বন্যপ্রাণীদের সামনে পড়ে আহত হচ্ছেন বাসিন্দারা। সম্প্রতি বাইসনের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বন্যপ্রাণীদের হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের সর্তক করছেন বনকর্মীরা। তবুও কৌতূহলবশত অনেকেই বন্যজন্তুর খুব কাছে চলে যাচ্ছেন। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)