সংবাদদাতা, নাগরাকাটা: অবশেষে মাল পুরসভার চেয়ারম্যান পদ নিয়ে যাবতীয় জটিলতার অবসান হল। নতুন পুর চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন উত্পল ভাদুড়ি। এতদিন তিনি ভাইস চেয়ারম্যানের পদ সামলেছেন। এবার থেকে উত্পলের কাঁধে ভর দিয়েই উন্নয়নের কাজ এগিয়ে যাবে মাল শহরে। শুক্রবার পুরসভার বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান হিসেবে তাঁর নাম গৃহীত হয়েছে।
নয়া চেয়ারম্যান উৎপলের মন্তব্য, এতদিন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। এবার সকলের সহযোগিতায় এবং সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদের দায়িত্ব পেলাম। পানীয় জল, রাস্তা সহ অন্যান্য বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করব। যদিও সহযোগিতার বার্তা শোনা গিয়েছে প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহার মুখে। তিনি বলেন, দশ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। পুরসভার প্রতি আমার আবেগ রয়েছে। নতুন চেয়ারম্যান ও বোর্ডকে সর্বতোভাবে সহযোগিতা করব।
যদিও এদিন ভাইস চেয়ারম্যান হিসেবে কারও নাম ঘোষণা হয়নি। নতুন করে যাতে বিতর্ক তৈরি না হয় সেই জন্য আপাতত এ ব্যাপারে ধীরে চলোর নীতি নিয়েছে শাসক শিবির। পরবর্তীতে দল এ নিয়ে সিদ্ধান্ত নেবে।
শুক্রবার দুপুর দু’টো নাগাদ মাল পুরসভার বোর্ডমিটিংয়ে চেয়ারম্যান হিসেবে উৎপল ভাদুড়ির নাম ঘোষণা করা হয়। মিটিংয়ে প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা সহ ১৫জন কাউন্সিলার উপস্থিত ছিলেন। যদিও চেয়ারম্যান হিসেবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আগেই উত্পলের নাম ঘোষণা করেছিল। এদিন প্রথাগতভাবে পুরসদস্যদের উপস্থিতিতে উৎপলবাবুর নাম গৃহীত হয়। পরে পুরসভায় এসে নতুন চেয়ারম্যানকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা মালের বিধায়ক বুলু চিকবরাইক। পুরসভার দলনেতা নারায়ণ দাস বলেন, বোর্ডমিটিংয়ে সর্বসম্মতিক্রমে উৎপল ভাদুড়ির নাম চেয়ারম্যান হিসেবে গৃহীত হয়েছে। এবার থেকে উনি দায়িত্ব সামলাবেন।
মন্ত্রী বুলু চিকবরাইক বলেন, চার মাস ধরে এই পুরসভা খানিক টালমাটাল অবস্থায় চলছিল। এদিন বোর্ডমিটিংয়ে নতুন চেয়ারম্যানের নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। ওঁর প্রতি শুভেচ্ছা রইল। আগামীদিনে উৎপলবাবু সকলকে নিয়ে কাজ করবেন, আশা রাখি। - নিজস্ব চিত্র।