• স্টেশন বাজারে দোকান ভাঙার কাজ শুরু করলেন ব্যবসায়ীরা
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অবশেষে জলপাইগুড়ি স্টেশন বাজার থেকে দোকান ভাঙতে শুরু করলেন ব্যবসায়ীরা। অমৃত ভারত প্রকল্পে সৌন্দর্যায়নের কাজ চলছে জলপাইগুড়ি টাউন স্টেশনে। সে কারণে অনেক দিন আগে স্টেশন বাজার ভাঙার নোটিস দেয় রেল। কতটা এলাকা ছেড়ে দিতে হবে, খুঁটি পুঁতে তা চিহ্নিত করে দেয়। কিন্তু ব্যবসায়ীরা এতদিন সেখান থেকে উঠতে গড়িমসি করছিলেন। বিষয়টি নিয়ে তাঁরা জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের দ্বারস্থ হন। কিন্তু, অনেক চিঠি চালাচালির পরও সম্প্রতি রেলের তরফে স্টেশন বাজার সরিয়ে নিতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ২ ফেব্রুয়ারির মধ্যে চিহ্নিত করে দেওয়া জায়গা থেকে সমস্ত দোকানপাট সরিয়ে নিতে হবে। এরপরই বৈঠকে বসে স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি। সিদ্ধান্ত হয়, এক সপ্তাহের মধ্যে রেলের কাজের জন্য জায়গা ছেড়ে দেওয়া হবে। সেইমতো শুক্রবার থেকে পুরোদমে নিজেদের দোকান ভাঙা শুরু করলেন ব্যবসায়ীরা। তবে বৃহস্পতিবারও কয়েকজন ব্যবসায়ী তাঁদের দোকান সরিয়ে নিয়েছেন। জলপাইগুড়ি টাউন স্টেশন বাজার কমিটির সম্পাদক যোগিন্দর দাস বলেন, রেলের তরফে খুঁটি পুঁতে যে জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে তা খালি করে দিতে গেলে প্রায় সাড়ে তিনশো দোকান সরিয়ে নিতে হবে। রেলের কাজে বাধা দিতে চাই না আমরা। কিন্তু আমাদের  পুনর্বাসন দেওয়া উচিত। আপাতত যেসব ব্যবসায়ী দোকান সরিয়ে নিচ্ছেন, তাঁরা রেলের চিহ্নিত করে দেওয়া জায়গার বাইরে গিয়ে ছোট করে দোকান বসাচ্ছেন। পরবর্তীতে কী হয় দেখা যাক। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)