• বালিবোঝাই লরির চাপে ভাঙল ঢালাই রাস্তা, বিক্ষোভ
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ইটাহার: গ্রামের সংকীর্ণ রাস্তায় বালিবোঝাই লরি ঢুকে বিপত্তি। ভেঙে গেল ঢালাই রাস্তা। প্রতিবাদে লরি আটকে বিক্ষোভ গ্রামবাসীর। শুক্রবার ইটাহারের কামালপুর গ্রামের এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস।বাড়ি মালিক রাস্তা মেরামতের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, রফিকুল আলির বাড়ির নির্মাণকাজ চলছিল। সেজন্য বালিবোঝাই ১৮ চাকার একটি লরি গ্রামের ঢালাই রাস্তায় ঢোকে। যার ফলে ঢালাই রাস্তাটির একাধিক জায়গায় ভেঙে যায় ও ফাঁটল ধরে। এরপর ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁরা লরিটিকে আটকে বিক্ষোভ দেন। এবং রাস্তা মেরামত করে দেওয়ার দাবি জানান। এনিয়ে লরি চালকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বাসিন্দারা। বিক্ষুব্ধ বাসিন্দা ইলিয়াস আলি ও গুলজার আলি জানান, বারণ করা সত্ত্বেও গ্রামের ছোট রাস্তায় লরি ঢুকছে। লরির চাপে রাস্তা ভেঙে গিয়েছে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিস। পুলিসের উপস্থিতিতে নির্মীয়মাণ বাড়ির মালিক রফিকুল ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করার আশ্বাস দেন। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়। রফিকুল জানান, আমি রাস্তা মেরামত করে দেব।


    (ক্ষতিগ্রস্ত ঢালাই রাস্তা।-নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)