• জলের পাইপ ফেটে দুর্ভোগ
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পানীয় জলের পাইপ ফেটে গিয়ে চরম বিপত্তি তৈরি হয়েছে। ফাটা পাইপের জলে ভেসে যাচ্ছে হাসপাতালের আউটডোর ও পুলিস ফাঁড়ি চত্বর। সমস্যায় পড়ছেন হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজন সহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ। পিএইচই’র এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ধীরাজ মণ্ডল বলেন, জেলা হাসপাতালের পানীয় জলের পাইপ লাইন বহু পুরনো। ওসব মেরামত করে কোনও লাভ হবে না। তাই নতুন পাইপের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি এস্টিমেট দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)