‘বি’ গ্রেড কলেজের স্বীকৃতি পেল মেখলিগঞ্জ মহাবিদ্যালয়
বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, মেখলিগঞ্জ: ‘বি’ গ্রেড কলেজের স্বীকৃতি পেল কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহাবিদ্যালয়। শুক্রবার এ খবর ছড়িয়ে পড়তেই খুশি কলেজ কর্তৃপক্ষ সহ পড়ুয়ারা। ২৪ জানুয়ারি মেখলিগঞ্জ কলেজ পরিদর্শনে আসে ন্যাকের একটি প্রতিনিধি দল। ওই দলে ছিলেন গোপাল রেড্ডি, শিবাজি সরগর, নরেন্দ্রকুমার শর্মা প্রমুখ। তাঁরা কলেজ ঘুরে দেখে বিভিন্ন বিষয়ে কথা বলেন পড়ুয়া এবং অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে। কলেজের বিভিন্ন বিষয় নিয়ে ওই দিনই সন্তোষ প্রকাশ করছিলেন ন্যাকের প্রতিনিধিরা। ১৯৯৬ সালে মেখলিগঞ্জ কলেজটি প্রতিষ্ঠার পর ওটাই ছিল ন্যাকের প্রতিনিধি দলের এই কলেজে প্রথম পরিদর্শন। বৃহস্পতিবার রাতেই কলেজ কর্তৃপক্ষের কাছে ‘বি’ গ্রেড প্রাপ্তির খবর পৌঁছয়।
মেখলিগঞ্জ কলেজের প্রিন্সিপাল মিঠু দেব জানিয়েছেন, কলেজের সকলের প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। এই সাফল্য পেয়ে খুব ভালো লাগছে। ন্যাকের ডিগ্রি লাভের কারণে ভবিষ্যতে ইউজিসি’র তরফে অনুদান মেলার সম্ভাবনা রইল। যা দিয়ে কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা যাবে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।