• শিকারপুরে ২৮০ লিটার চোলাই নষ্ট
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রাজগঞ্জ: চোলাইয়ের কারবারের বিরুদ্ধে অভিযান চালাল বেলাকোবা ফাঁড়ির পুলিস। শুক্রবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সুকাতি নদীর পাশে পয়ভিটা গ্রামে অভিযান করে ২৮০ লিটার চোলাই নষ্ট করে পুলিস। পাশাপাশি মদ তৈরি সহ একাধিক সরাঞ্জম বাজেয়াপ্ত করা হয়। যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। এই বিষয়ে বেলাকোবা ফাঁড়ির ওসি কুসাংশেরিং লেপচা জানিয়েছেন, চোলাইয়ের কারবারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।
  • Link to this news (বর্তমান)