সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকে হাতির তাণ্ডব অব্যাহত। বৃহস্পতিবার রাতে কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-২ গ্রাম পঞ্চায়েতের মধ্য নারারথলি গ্রামের কৃষিজমিতে হামলা চালায় পাঁচ-ছ’টি হাতি। এতে এক বিঘা আলু খেত নষ্ট হয়েছে। এলাকার কৃষক নিখিল দেবনাথ, সুমন দেবনাথ ও গোপাল দেবনাথের আলু খেত রাতে তছনছ করেছে হাতির পাল। ক্ষতিগ্রস্ত কৃষক সুমন দেবনাথ বলেন, রাতে পাঁচ-ছ’টি হাতি এসে আলুখেত নষ্ট করেছে। আমাদের তিনজনের এক বিঘা আলু খেত নষ্ট করেছে হাতি। শুক্রবার সকালে বিষয়টি আমাদের নজরে আসে।
হাতির হামলার খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে। আর মাসখানেক পরে জমিতে লাগানো আলু ঘরে তোলার কথা কৃষকদের। কিন্তু এই পরিস্থিতিতে আলু ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে চিন্তিত কৃষকরা। তাঁরা দাবি করেন, হাতির তাণ্ডব থেকে জমির ফসল রক্ষার জন্য বনদপ্তর গ্রামে নিয়মিত নজরদারি চালাক।
বনদপ্তর জানিয়েছে, হাতির তাণ্ডব মোকাবিলার জন্য নজরদারি বাড়ানো হবে। যাঁদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাঁরা আবদেন করলে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।