নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার শিলিগুড়িতে জেলা করার দাবি তুললেন বিজেপির মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। শুক্রবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এ ব্যাপারে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ির গুরুত্ব ক্রমশ বাড়ছে। উত্তরবঙ্গ তো বটেই, এটা রাজ্যের মধ্যে অন্যতম বড় শহর। বর্তমানে এটা দার্জিলিং জেলার অংশ। এখানকার জেলা প্রশাসনিক ভবন ১০০ কিমি দূরে দার্জিলিং পাহাড়ে। দৈনিক প্রশাসনিক প্রয়োজনে পাহাড়ে যেতে গিয়ে বেকায়দায় পড়ছেন বাসিন্দারা। তাছাড়া বিহার ও সিকিম সংলগ্ন শিলিগুড়িতে লোকসংখ্যাও ২৫ লক্ষের উপরে। তাই ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রকে শিলিগুড়ির সঙ্গে জুড়ে পৃথক প্রশাসনিক জেলা করার দাবি করছি। এটা বাস্তাবায়িত হলে আমজনতা ব্যাপক উপকৃত হবে।
এদিকে, বিজেপি নেতার এই দাবি অনেকে মেনে নিয়েছেন। পাশাপাশি তাঁদের অভিযোগ, বিভিন্ন নির্বাচনের আগে শিলিগুড়িকে নিয়ে যেসব প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, তা এখনও পূর্ণ হয়নি। সেগুলি পূর্ণ করার ব্যাপারে বিধায়কের উদ্যোগী হওয়া উচিত।