• সম্মেলনের পরদিনই ‘ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’র বিজ্ঞপ্তি নবান্নের
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিগত সাতটি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের রেকর্ড ভেঙে এবার ৪ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। সম্মেলন থেকে আসা বিনিয়োগ প্রস্তাব সঙ্গে সঙ্গে কার্যকর করতে ‘স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি’ গঠন করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলন মিটেছে বৃহস্পতিবার। তার পরে একদিনও নষ্ট না করে শুক্রবার এই কমিটি গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। মুখ্যসচিব মনোজ পন্থকে মাথায় রেখে ১৬ জনের এই কমিটিতে থাকছেন শিল্প, অর্থ, বিদুৎ সহ একাধিক দপ্তরের সচিব। থাকছেন রাজ্যের শীর্ষ পুলিসকর্তারাও। পরবর্তীকালে সংশ্লিষ্ট আরও কোনও ব্যাক্তিকে যাতে কমিটিতে আনা যায়, সেই জায়গা রেখেই বিজ্ঞপ্তি জারি হয়েছে বলে খবর। বিগত সাতটি বাণিজ্য সম্মেলনে মোট ১৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে ১২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়ে গিয়েছে বলেই জানিয়েছেন মমতা। একইভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে এবারের সম্মেলনে আসা প্রস্তাবগুলির বাস্তবায়ন সম্ভব হয়, তার জন্যই দ্রুত এই কমিটি গঠন করা হল বলে জানিয়েছেন এক পদস্থ কর্তা। শীঘ্রই এই কমিটির বৈঠক হবে। 
  • Link to this news (বর্তমান)