• হাওড়া-শিয়ালদহ লাইনে আজ ও কাল সবমিলিয়ে বাতিল ৪৫ লোকাল
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ ডিভিশনের সাউথ ও মেইন শাখায় শনি ও রবিবার সবমিলিয়ে ২৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে। একইভাবে হাওড়া ডিভিশনে শনি ও রবি মিলিয়ে ১৭টি লোকাল বাতিল থাকবে। যার মধ্যে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় আজ, শনিবার ১৫টি ট্রেন বাতিল। ব্যান্ডেল-কাটোয়া শাখায় দু’টি লোকাল বাতিল থাকবে। ফলে সপ্তাহ শেষে হাওড়া-শিয়ালদহ লাইনে ট্রেন পরিষেবা বিপর্যস্ত হতে চলেছে বলে বক্তব্য যাত্রীদের। 


    শিয়ালদহ দক্ষিণ শাখায় বাসুলডাঙা স্টেশনে ফুটওভার ব্রিজ (এফওবি) তৈরির জন্য আজ রাত ১১টা ১৫ মিনিট থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। ন’ঘণ্টা ৪৫ মিনিটের এই নির্মাণ কাজের জন্য আজ তিনটি শিয়ালদহ-ডায়মন্ডহারবার লোকাল বাতিল হবে। রবিবার আপ-ডাউনে ডায়মন্ডহারবার-শিয়ালদহ, সোনারপুর-ডায়মন্ডহারবার ও ডায়মন্ডহারবার-বারুইপুর লাইনে ন’টি লোকাল যাত্রা করবে না। এই দু’দিন সংশ্লিষ্ট শাখায় একাধিক ট্রেন গোটা যাত্রাপথে চলাচল করবে না। অন্যদিকে যাত্রী সুরক্ষায় হালিশহর-নৈহাটি সেকশনে ট্র্যাক মেরামতি করার প্রয়োজন পড়েছে। তাই আজ রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সেই সূত্রে আজ আপ-ডাউনে নৈহাটি-ব্যান্ডেল, শিয়ালদহ-গেদে ও শিয়ালদহ-শান্তিপুর লাইনে হাফ ডজন ট্রেন চলবে না। পরদিন আরও ১০টি লোকাল বাতিল থাকবে। এদিকে হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ-কাটোয়া সেকশনে লিমিটেড হাইট সাবওয়ে নির্মাণের জন্য আজ এই লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হবে। আজ কাটোয়া, আজিমগঞ্জ, আহমেদপুর থেকে ১৫টি ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি  ওভারহেড তারের সংস্কার কাজের জন্য কাল এক জোড়া কাটোয়া-ব্যান্ডেল লোকাল চলবে না। 
  • Link to this news (বর্তমান)