নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষে কলকাতাসহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ কিছুটা ফিরেছে, তবে তা স্থায়ী হবে স্বল্পকাল। সোমবারের পর তাপমাত্রা ফের লাফিয়ে অনেকটা বেড়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কয়েকদিন পর তাপমাত্রা ফের কিছুটা কমবে। কিন্তু এই দফার মতো শীতের আমেজ পুনরায় আসবে কি না সংশয় থাকছে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে ১৭.৩ ডিগ্রি হয়। আজ, শনিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে ১৫ ডিগ্রির আশপাশে থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকবে রবিবারও। অর্থাৎ সপ্তাহের শেষে কলকাতায় শীতের একটা আমেজ থাকছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বৃদ্ধির মাত্রা বেশি হবে সোমবারের পর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতার তুলনায় শীতের আমেজ এখনও তীব্র। জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটা কমেছে। পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা কমে ১১-১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে এসেছে। সপ্তাহান্তে সেখানে তাপমাত্রা আরও কমে ১০ ডিগ্রি, এমনকী তারও নীচে নামতে পারে।