১৫ দিনের মধ্যে অনুমতি, বেআইনি বাড়ি নয়-মেয়র, ১০ ছটাক জমিতেও বাড়ি তৈরির অনুমোদন
বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র ১০ ছটাক জমিতে বাড়ি নির্মাণের অনুমোদন দিল কলকাতা পুরসভা। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ছোট জমিতেও বিল্ডিং প্ল্যানে অনুমোদন দিচ্ছি। নামমাত্র ছাড় দিয়ে বাড়ি তৈরির সুযোগ দেওয়া হচ্ছে। ১৫ দিনের মধ্যে অনুমতি দেওয়া হচ্ছে। দয়া করে বেআইনি বাড়ি তৈরি করবেন না। এক পুরকর্তা বলেন, দেড় কাঠা জমিতেও বাড়ি তৈরিতে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এক কাঠারও কম জমিতে বিল্ডিং প্ল্যানে এই প্রথম অনুমোদন মিলল।
জানা গিয়েছে, ১০৪ নম্বর ওয়ার্ডের মিডল রো’তে ১০ ছটাক জমিতে বিল্ডিং তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার পুরসভায় মেয়র পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। মেয়র বলেন, ‘ছোট জমিতেও বাড়ি বানানো যাবে। তিন কাঠা পর্যন্ত জমিতে বাড়ি নির্মাণের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে। তাই কেউ বেআইনি নির্মাণ করবেন না। অবৈধ কিছু কাজ হলে বিপদে পড়বেন। ১৫ দিনের মধ্যে প্ল্যান হাতে না পেলে আমার কাছে সরাসরি আসুন।’
উল্লেখ্য, বর্তমান বিল্ডিং আইন মেনে ছোট জমিতে নির্দিষ্ট ছাড়ের নিয়ম মেনে বাড়ি তৈরির সুযোগ নেই। তাই শহরে অনেক ছোট জমিতে বিশেষ করে কলোনি এলাকায় অনুমোদন না নিয়ে অবৈধভাবে একাধিক বাড়ি তৈরি হয়। এর সমাধানে মেয়র জানিয়েছিলেন, বিল্ডিং আইনে কিছু সংশোধনী নিয়ে আসার প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন মিললে আইন সংশোধন হবে। এদিন ফিরহাদ জানান, বিল্ডিং আইন বদলের অনুমতি আসেনি। তা এসে গেলে বিল্ডিং বিভাগ নিজেই ছোট জমিতে বিল্ডিং প্ল্যান অনুমোদন করবে। আপাতত যতদিন না পর্যন্ত আইন সংশোধন হচ্ছে ততদিন এ ধরনের আবেদন এলে ‘কেস টু কেস’ খতিয়ে দেখে মেয়র পরিষদ বিল্ডিং তৈরিতে অনুমোদন দেবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট জমির সামনের রাস্তা কতটা চওড়া তার উপর ভিত্তি করে এফএআর অর্থাৎ ক’তলা বাড়ি তৈরি করা যাবে, তা ঠিক হবে। কিন্তু সেখানে যদি পুরসভার অনুমোদন নেওয়ার পরও বেআইনি নির্মাণ হয়, তাহলে তা ভেঙে দেওয়া হবে।