• নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, নিমতায় পাকড়াও ৪
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: কিশোরী ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে নিমতা থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার ও দুই নাবালককে আটক করেছে। ধৃতদের নাম ভিকি মণ্ডল ও কওসর আলি মণ্ডল। তাদের বাড়ি নিমতা ও দমদম থানা এলাকায়। শুক্রবার ধৃতদের বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকি দুই ধৃত নাবালককে এদিন জুভেনাইল আদালতে তোলা হলে বিচারক হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, কিশোরীর বাড়ি দমদম থানা এলাকায়। সাড়ে ১৭ বছর বয়সি ওই কিশোরী একাদশ শ্রেণিতে পড়ত। স্থানীয় এক বন্ধুর মাধ্যমে নিমতা এলাকার যুবক ভিকির সঙ্গে তার পরিচয় হয়েছিল। ভিকি নাচের প্রশিক্ষণ দেয়। ভিকি ও কওসর নিমতার ফরিদপুর পল্লিতে বাড়ি ভাড়া নিয়ে থাকত। চলতি সপ্তাহের প্রথমে কিশোরী স্থানীয় বন্ধুদের সঙ্গে ওই ভাড়া ঘরে এসেছিল। অভিযোগ, মঙ্গলবার ও বুধবার ধৃতরা তাকে গণধর্ষণ করে। বৃহস্পতিবার ফের তাকে ওই ভাড়া ঘরে যাওয়ার কথা বলেছিল। সেখানে না গেলে সবাইকে জানিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। কিশোরী সাহস করে বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা জানায়। প্রথমে নাবালিকার পরিবারের সদস্যরা দমদম থানা ও পরে নিমতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। 
  • Link to this news (বর্তমান)