নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্যসমাপ্ত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সৌজন্যে শুধু পরিবহণ ক্ষেত্রেই বিনিয়োগ সুনিশ্চিত হয়েছে দেড় হাজার কোটি টাকার। এই বৃহত্তর শিল্পমঞ্চে বৃহস্পতিবার পরিবহণ সংক্রান্ত মউ স্বাক্ষরিত হয়েছে চারটি। এই চুক্তিতে রাজ্যের তরফে মুখ্য ভূমিকা ছিল পরিবহণ সচিব সৌমিত্র মোহনের। সংস্থাগুলির মধ্যে অন্তরা ক্রুজ ৮০০ কোটি টাকা, বাইগো ৩৭৫ কোটি টাকা, হেরিটেজ ক্যাব ২৫০ কোটি টাকা এবং র্যাপিডো ১৫০ কোটি বিনিয়োগ করবে। অন্তরা ক্রুজ আগামী পাঁচবছরের মধ্যে এই বিপুল অর্থ বাংলায় ঢালবে। কলকাতা শিপ ইয়ার্ডে মূলত দেশীয় পদ্ধতিতে জাহাজ নির্মাণ করবে সংস্থাটি। এই উদ্যোগে মূলত স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
অ্যাপনির্ভর বাইক পরিষেবায় বাইগো ইলেকট্রিক ২০২৬ সালের মধ্যে লগ্নি করবে ৩৭৫ কোটি টাকা। মহানগরীর ঐতিহ্যশালী যান সংরক্ষণে সক্রিয় হবে হেরিটেজ ক্যাব—হলুদ ট্যাক্সির ঐতিহ্য রক্ষায় পরিবেশবান্ধব যান নামাবে তারা। এবছরের মাঝামাঝি অন্তত ২০০টি সিএনজি হলুদ ট্যাক্সি নামাবে সংস্থাটি। র্যাপিডো ২০২৮ সালের মধ্যে প্রায় দেড়শো কোটি টাকা লগ্নি করবে।
এপ্রসঙ্গে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যোগাযোগ ব্যবস্থায় আমূল বদল এসেছে। সেই সূত্রেই পরিবহণে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির এই উল্লেখযোগ্য আগ্রহ।