সংবাদদাতা, কল্যাণী: এক মহিলা পুলিস কনস্টেবলের শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে এক পুলিস ইনসপেক্টরকে। ওই ইনসপেক্টর নদীয়ার কৃষ্ণনগর জেলা পুলিসের ডিআইবি পদে কর্মরত। চাকদহ থানার পুলিস বৃহস্পতিবার রাতে চাকদহ থেকে অনিমেষ দাস নামের ওই অফিসারকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকায়। ওই ইনসপেক্টর মহিলা কনস্টেবলকে ফোনে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ওই মহিলা কনস্টেবল চাকদহ স্টেশনে ট্রেন থেকে নেমে রিকশ স্ট্যান্ডের দিকে এগলে ওই অফিসার জোর করে তাঁকে গাড়িতে তোলার চেষ্টা করেন। তখন মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপর খবর যায় চাকদহ থানায়। ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় অনিমেষ দাসকে। অভিযোগের ভিত্তিতে রাতে গ্রেপ্তার করা হয় তাঁকে। পুলিস সূত্রে খবর, ২১ জানুয়ারি একইভাবে নবদ্বীপ থানাতেও একটি অভিযোগ করেন ওই মহিলা কনস্টেবল। তাঁকে সেখান থেকেও গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, বেআইনিভাবে আটক, মারধর, ভয় দেখানো সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিস। শুক্রবার ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।