নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিনের বিরতি নিয়ে ফের নতুন রেকর্ড সোনার। শুক্রবার শহরে ৯৯৯ বিশুদ্ধতার ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল ৮৫ হাজার ১৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। সোনার এই দামের উপর যুক্ত হবে ৩ শতাংশ হারে জিএসটি। সেক্ষেত্রে দর আরও অনেকটা বাড়বে। গত বুধবার দামে বড় লাফ দিয়ে ৮৫ হাজারে পৌঁছয় হলুদ ধাতু। বৃহস্পতিবারও সেই দর বহাল ছিল। তারপর একদিনের ব্যবধানে ১৫০ টাকা দাম বেড়েছে সোনার দাম। একই সঙ্গে দাম বেড়েছে ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত গয়না সোনারও। এদিন এই ধরনের ১০ গ্রাম সোনার দর ছিল ৮০ হাজার ৯৫০ টাকা। সোনার সঙ্গেই এদিন বেড়েছে রুপোর দরও। শহরে এদিন এক কিলো খুচরো রুপোর দাম যায় ৯৫ হাজার ৯০০ টাকা। একদিনের তফাতে কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ৫৫০ টাকা।