নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাবড়ায় সমবায় সমিতির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হল তৃণমূল। এরপরেই তৃণমূল কর্মী-সমর্থকরা মাতলেন আবির খেলায়। চলল মিষ্টিমুখ পর্ব। ঘটনাটি হাবড়া ১ ব্লকের কুমড়া গ্রাম পঞ্চায়েতের কাশীপুর সমবায় সমিতির। এর আগে ২০২০ সালের কাশীপুর সমবায়ে নির্বাচন হয়েছিল।