নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বি টি রোডে কাশীপুর বারাকে অস্বাভাবিক মৃত্যু হল কলকাতা পুলিসের সেকেন্ড ব্যাটালিয়নের একজন এএসআইয়ের। মৃতের নাম শান্তনু রায় (৩৪)। বাড়ি নদীয়া জেলার রানাঘাটে। শুক্রবার দুপুর পৌনে তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে।
কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, আর পাঁচটা দিনের মতো ডিউটি থেকে ফিরে বারাকের ৮ নম্বর রুমে শুয়েছিলেন এই পুলিস অফিসার। দুপুর দুটো নাগাদ অফিসারের নাক-মুখ দিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করে বলে জানাচ্ছেন সহকর্মীরা। অসুস্থ ওই পুলিস অফিসারকে তড়িঘড়ি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা রানাঘাট থেকে কলকাতায় এসেছেন।
প্রাথমিক তদন্তে কাশীপুর থানার পুলিস জানতে পেরেছে, উচ্চ রক্তচাপের পাশাপাশি হার্টের সমস্যা এবং ডায়াবেটিসে ভুগছিলেন ওই পুলিস অফিসার। প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলেই পুলিস জানাচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। কলকাতা পুলিসের ডিসি (নর্থ) দীপক সরকার জানাচ্ছেন, ‘এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।’