নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পরে নয়া চমক। শিক্ষামন্ত্রী তথা সংগঠনের সভাপতি ব্রাত্য বসু যে তালিকা প্রকাশ করেছেন, তাতে সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণকলি বসুর নাম রয়েছে। তিনি একসময় এই সংগঠনের সভাপতি ছিলেন। মাঝে তাঁর ক্ষমতা একেবারেই খর্ব করে দিয়েছিল দল। যদিও, তিনি পরে একবার সাধারণ সম্পাদক হয়েছিলেন। তবে, এবারও তাঁকে সাধারণ সম্পাদক পদে রেখে অন্য বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছে একটা মহল। তাদের মত, ওয়েবকুপা নিরন্তর ভাঙা-গড়ার মধ্যে দিয়ে চলা একটি সংগঠন। তাছাড়া, সভাপতি-নির্ভর দক্ষিণপন্থী এই সংগঠনে সাধারণ সম্পাদকের ভূমিকা বামপন্থী সংগঠনগুলির মতো নয়। তাও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। কারণ সংগঠনের বহিষ্কৃত সহ-সভাপতি মণিশঙ্কর মণ্ডলের সঙ্গে কৃষ্ণকলি বসুর বিরোধ সর্বজনবিদিত। সেখানে অন্যদিকে, ইতিহাসের অধ্যাপক মহীতোষ গায়েনকে অন্যতম সহ-সভাপতি করে আনা হয়েছে। আগের তালিকায় তাঁর নাম ছিল না। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সংগঠনের পূর্ণাঙ্গ কমিটিও বৃহস্পতিবার রাতে প্রকাশ করেছেন ব্রাত্য।