• উত্তরপ্রদেশের আর্মস র‍্যাকেটের তিন দুষ্কৃতী ধৃত
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার রাতে বড়বাজারের গুরুদোয়ারার কাছে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ উত্তরপ্রদেশের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশের নম্বরপ্লেট যুক্ত গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিস। কলকাতার এক অস্ত্র ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করতে এরা শহরে এসেছিল বলে জানিয়েছে পুলিস।


    পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন রাত এগারোটা নাগাদ বড়বাজারের গুরুদোয়ারার কাছে উত্তরপ্রদেশের নম্বরপ্লেট লেখা একটি গাড়ি আটক করে কলকাতা পুলিসের এসটিএফ। গাড়িতে মোট তিনজন ছিল। প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। গাড়িতে তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে একটি সেভেন এমএম, একটি নাইন এমএম পিস্তল ও ১৭ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিস। পুলিস জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে শনিবারই এই তিনজন কলকাতায় আসে। এখানকার এক অস্ত্র ব্যবসায়ীকে সেগুলো সাপ্লাই করার কথা ছিল এদের। গোপন সূত্রে এই খবর পেয়ে আগেই অভিযান চালানো হয়। পুলিস জানিয়েছে, এর আগে শিয়ালদহ স্টেশন লাগোয়া এলাকা থেকে পাঁচজন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছিল। এরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। সেই র‍্যাকেটকে জিজ্ঞাসাবাদ করেই এদিনের গ্রেপ্তার হওয়া তিন অস্ত্র দুষ্কৃতীর হদিস পেয়েছিল পুলিস। উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে অস্ত্র নিয়ে আসার ঝুঁকি থাকায় গাড়িতে করেই তারা শহরে ঢোকে। কার কাছে এই আগ্নেয়াস্ত্র সরবরাহ করার কথা ছিল, তা খতিয়ে দেখছে পুলিস। পাশাপাশি আধার কার্ডে ধৃতদের পরিচয় আসল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)