• বড় নাশকতার ছক! উত্তরপ্রদেশ থেকে অস্ত্র নিয়ে আসার সময় খাস কলকাতায় ধৃত ৩ ‘পাচারকারী’
    প্রতিদিন | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • অর্ণব আইচ: রাতের অন্ধকারে শহরে অস্ত্র পাচারের ছক বানচাল করল পুলিশ। শুক্রবার রাতে বিপুল অস্ত্র-সহ তিন পাচারকারীকে আটক করল কলকাতা পুলিশের এসটিএফ। উত্তরপ্রদেশের নম্বরপ্লেট দেওয়া একটি গাড়িও আটক করা হয়েছে বলে খবর। আর তাতেই সংশয়, ভিনরাজ্য থেকে কলকাতায় অস্ত্র পাচারের কোনও বড় চক্র কাজ করছে এর নেপথ্যে। বড়সড় নাশকতার ছকও থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টায় তদন্তকারীরা।

    শুক্রবার রাতে বড়বাজার থানা এলাকার মহাত্মা গান্ধী রোড এবং আর্তার স্ট্রিটের ক্রসিংয়ের কাছ দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। কলকাতা পুলিশের এসটিএফের কাছে গোপন সূত্রে খবর ছিল, উত্তরপ্রদেশের একদল দুষ্কৃতী অত্যাধুনিক অস্ত্র নিয়ে বড়বাজার এলাকায় কোনও অপরাধ সংঘটিত করতে চলেছে। সেইমতো রাতে গোপন অভিযান চালান এসটিএফের গোয়েন্দারা। তাঁরা উত্তরপ্রদেশের নম্বরপ্লেট লাগানো গাড়িটিকে ধাওয়া করে বড়বাজারের একটি গুরুদ্বারের কাছ থেকে তাদের আটক করে। তাদের কাছ থেকে পুলিশ দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বলে খবর। এর মধ্যে রয়েছে একটি ৯ এমএম ও একটি ৭ এমএম পিস্তল।

    এসটিএফ সূত্রে খবর, আটক তিন যুবক অস্ত্রের কোনও বৈধ নথি দেখাতে পারেনি। পুলিশের জিজ্ঞাসাবাদে কোনও সদুত্তরও মেলেনি। তাদের আরও জিজ্ঞাসাবাদ করে কলকাতায় আসার কারণ জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। তবে বড়সড় অপরাধ হওয়ার আগে তা রুখে দেওয়া এসটিএফের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পুলিশকে সতর্ক করেছেন, ভিনরাজ্য থেকে অস্ত্র এবং অপরাধীদের আনাগোনা বাড়ছে। সীমানাগুলিতে বাড়তি নজর দেওয়ার কথা বলেছেন তিনি। তাঁর নির্দেশ মেনেই কলকাতা পুলিশের এসটিএফের কড়া নজরদারি এবং তাতেই অপরাধের ছক বানচাল হয়ে গেল যোগীরাজ্যের দুষ্কৃতীদের।
  • Link to this news (প্রতিদিন)