• ফের অস্ত্র উদ্ধার কলকাতায়, এসটিএফের অভিযানে বড়বাজার থেকে ধৃত ৩
    এই সময় | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • শিয়ালদহের পর এ বার বড়বাজার। শুক্রবার রাতে এসটিএফের অভিযানে ফের বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার কলকাতায়।তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সন্তোষ সাহানি (৩৬), জিতেন্দ্র কুমার (৩৮), মনোজ কুমার (৪৫)। একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনায় শহরের নিরাপত্তা প্রশ্ন তুলছে নাগরিক সমাজের একাংশ।

    এসটিএফ সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা নাগাদ বড়বাজার এলাকায় তল্লাশি চালানো হয়। ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে দুটি বন্দুক, ১৭ রাউন্ড গুলি, একটি গাড়ি। কী কাজে লাগানোর জন্য ওই অস্ত্র মজুত করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ধরতে তিন জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।

    তথ্য সহায়তা: শ্যামগোপাল রায়

  • Link to this news (এই সময়)