• মাধ্যমিক পরীক্ষা ডিউটি বয়কট নয় ‘যোগ্য’ শিক্ষকদের
    এই সময় | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: আসন্ন মাধ্যমিক পরীক্ষার ডিউটি বয়কটের হুমকি থেকে সরলেন আন্দোলনকারী ‘যোগ্য’ সাড়ে ১৫ হাজার শিক্ষক–শিক্ষিকা। বৃহস্পতিবার কালীঘাট অভিযানে পুলিশি নির্যাতন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না দেওয়া অভিযোগে ১০–২২ ফেব্রুয়ারির মাধ্যমিক পরীক্ষার কোনও কাজে অংশ নেবেন না বলে জানিয়েছিল যোগ্য শিক্ষক–শিক্ষিকা অধিকার মঞ্চ।

    তবে শুক্রবার বিকেলে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন তাঁরা। ব্রাত্য বলেন, ‘আমার সঙ্গে ওদের কথা হয়েছে। তাতে ওরা মাধ্যমিক পরীক্ষা বয়কট করবে, এমন কোনও দাবি করেনি। ফলে এ ধরনের দাবির কোনও সারবত্তা আছে বলে আমি মনে করি না।’

    এ ব্যাপারে জানতে চাওয়া হলে মঞ্চের অন্যতম কনভেনার মেহবুব মণ্ডল জানান, শিক্ষামন্ত্রী আমাদের দাবি মেনে আশ্বস্ত করেছেন রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ সমন্বয় রেখে কাজ করবে।

    যদি তিন পক্ষের মধ্যে কোনও তথ্যের মিস ম্যাচ থাকে, তা হলে সেটা সংশোধন করা হবে। যদিও মাধ্যমিক পরীক্ষার সাংবাদিক বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। আন্দোলনকারী যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা মাধ্যমিকে কোনও কাজ করবেন না বলে আমাদের কাছে খবর নেই।’

    পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থার নজরদারিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ডিউটি আবশ্যিক। কাজে যোগ না দিলে, শিক্ষকদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ করতে পারে পর্ষদ।

  • Link to this news (এই সময়)