হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে শীঘ্রই। পূর্ব মেদিনীপুর জেলার ‘লাইফলাইন’ এই সড়কে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যানবাহনের সংখ্যা। গুরুত্বপূর্ণ এই রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় বারবার দুর্ঘটনাও ঘটছে। সেই কারণে তমলুকের নিমতলা থেকে হলদিয়ার মঞ্জুশ্রী মোড় পর্যন্ত প্রায় ৩৮.৫০ কিমি রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। ইতিমধ্যেই রাস্তার দু'ধারের অবৈধ দখলদারীদের জায়গা খালি করার চরম সময়সীমা জানিয়ে দিল পূর্ত ও সড়ক বিভাগ।
পূর্ত বিভাগের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সড়কের পার্শ্ববর্তী জায়গার উপর যাঁরা অবৈধ দখলদার হিসেবে রয়েছেন, তাঁরা যেন দ্রুত নিজেদের উদ্যোগে সরকারি জায়গা খালি করে দেন। শুধু অবৈধ কাঠামোই নয়, যাঁরা ব্যবসা ও ব্যক্তিগত কারণে নির্মাণ সামগ্রী, কাঠ, প্রাইভেট ও বাণিজ্যিক গাড়ি রেখেছেন, তাঁদেরও দ্রুত তাঁদের জিনিস সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে জায়গা খালি না করলে পূর্ত ও সড়ক বিভাগের তরফ থেকে প্রয়োজনে আইনি পদক্ষেপ করা হবে বলে।
তমলুকের পূর্ত ও সড়ক বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার কার্তিকচন্দ্র দাস বলেন, ‘মঞ্জুশ্রী থেকে দুর্গাচকে রাস্তার দু’দিক কিছুটা চওড়া হচ্ছে। এই প্রকল্পে খরচ হচ্ছে প্রায় ৭৬ কোটি টাকা। আগামী ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’ জানা গিয়েছে, এই মুহূর্তে তমলুক থেকে মঞ্জুশ্রী পর্যন্ত মূল রাস্তাটি ৭ মিটার চওড়া রয়েছে। সম্প্রসারণের পর তা বেড়ে হবে ১০ মিটার। রাস্তার দু’দিকে প্রয়োজন মতো ফুটপাত থাকবে। একই সঙ্গে বাজার এলাকাগুলিতে রাস্তার দু’দিকে ড্রেনেজ তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে। সেই হিসেবে গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কের দু’দিকে বিপুল পরিমাণে জায়গা খালি করার প্রয়োজন রয়েছে।
পূর্ত ও সড়ক বিভাগের দাবি, রাস্তা সম্প্রসারণের বিষয়ে বেশ কয়েক বছর ধরেই প্রস্তুতি চলছে। এই বিষয়ে ব্যবসায়ীদেরও বহুবার সতর্ক করা হয়েছে। অনেক ক্ষেত্রে অবৈধ দখলদারদের উচ্ছেদও করা হয়েছে। কিন্তু পরে তাঁরা আবারও রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তবে এ বার রাস্তা সম্প্রসারণের কাজ শুরুর পথে। তাই শেষবার এই জবরদখলকারীদের সরে যাওয়ার নির্দেশ জারি করা হল।