এই সময়: গাড়ি রাখা নিয়ে অশান্তি। তাতে দু’জনের বচসায় কলকাতার চারু মার্কেটে রক্তাক্ত হলেন এক তরুণী আইনজীবী। অভিযুক্ত একজন গাড়ির চালক। তিনি ঝামেলার সময়ে হাতে ছুরির কোপ মেরেছেন বলে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই আইনজীবী। যদিও তা মানতে নারাজ অভিযুক্ত রবি শেখ। তাঁর দাবি, ‘আইনজীবীর পরিবার ওই বহুতলে বেআইনি নির্মাণ করছিলেন। প্রতিবাদ করায় উল্টে আমাকেই চড় মারা হয়েছে। এরপর ওই আইনজীবী নিজেই হাত কেটে থানায় গিয়েছেন।’ তদন্তে নেমেছে চারু মার্কেট থানা।
ঝামেলার সূত্রপাত বৃহস্পতিবার বিকেল থেকে। চারু মার্কেটে একটি বহুতলে ওই তরুণী আইনজীবীর চেম্বার রয়েছে। তাঁর অভিযোগ, নিত্যদিন রবি চেম্বারের সামনে গাড়ি রেখে যান। ফলে চেম্বার খোলা যায় না। অভিযোগ, বৃহস্পতিবারও একই ভাবে চেম্বারের সামনে গাড়ি রাখা ছিল। আইনজীবী তরুণীর দাবি, গাড়ি সরাতে বলতেই অকথ্য ভাষায় তাঁকে গালিগালাজ করা হয়েছে। তরুণীর অভিযোগ, ‘রবির গাড়ি আমার চেম্বারের সামনে রাখা ছিল। সরাতে বললে গালিগালাজ করে। গলায় ছুরির কোপ মারতেও গিয়েছিল। আমি সরে যেতে হাতে ছুরির কোপ পড়ে। পাঁচটা স্টিচ পড়েছে। আমাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে।’
অন্য দিকে রবির দাবি, ওই তরুণী আইনজীবীর পরিবার বহুতলে অবৈধ নির্মাণ করেছেন। বিকেলের পরেও কাজ হচ্ছিল। কাজ করতে বারণ করায় তাঁকে চড় মারা হয়েছে। রবি বলেন, ‘ওই আইনজীবী আমাকে চড় মেরেছেন। বাইরে থেকে লোক এনে ঝামেলা করা হয়েছে। নিজেই হাত কেটে থানায় গিয়েছেন।’ বৃহস্পতিবার সেই গোলমালের পর শুক্রবারও এ নিয়ে ঝামেলা চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।