এই সময়, কালনা: ২০২৬ অর্থাৎ আগামী বছরে জাপানের আইচি–নাগোয়া এশিয়াডে ডেমনস্ট্রেশন ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে যোগাসন। আর জাতীয় গেমসে সোনা জিতে প্রথম সুযোগেই জাপান যাওয়ার টিকিট পেয়ে গিয়েছেন কালনার মেয়ে সাথী মণ্ডল। উত্তরাখণ্ডে ৩৮ তম জাতীয় গেমসে যোগাসনে তিনি জিতে নিয়েছেন সোনা ও রুপোর জোড়া পদক। তবে এশিয়াডের প্রস্তুতি শুরুর আগে এখন তাঁর লক্ষ্য পুলিশে চাকরি। রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের ঘোষণা মতো সাব ইনস্পেক্টর পদে যোগ দিয়ে সংসারের হাল ধরতে চান সাথী।
কালনা দুই ব্লকের সাতগাছি পঞ্চায়েত অফিসের কাছেই বাড়ি সাথীর। একফালি ঘর জুড়ে শুধু মেডেল আর ট্রফি। বাবা শ্যামল মণ্ডল টোটোচালক। বাড়তি রোজগারের জন্য একটি নার্সিংহোমে আয়ার কাজ করেন মা রূপালি মণ্ডল। এ বার মায়ের সঙ্গেই উত্তরাখণ্ডে জাতীয় গেমসে অংশ নিতে গিয়েছিলেন বলাগড় বিজয়কৃষ্ণ কলেজে ফিজ়িক্যাল এডুকেশনে দ্বিতীয় বর্ষের ছাত্রী সাথী। জাতীয় গেমসে ট্র্যাডিশনাল যোগায় রুপো ও সঙ্গী সর্বশ্রী মণ্ডলের সঙ্গে রিদমিক জুটিতে সোনা জিতেছেন তিনি। শুক্রবার সকালে বাঘ এক্সপ্রেসে হাওড়া হয়ে নিজের বাড়িতে এলে তাঁকে শুভেচ্ছার হাত বাড়িয়ে দেন এলাকার বাসিন্দারা।
জাতীয় গেমসে যাতায়াতের খরচ বহন, পোশাক কেনা সবই করতে হয়েছে সাথীকে। তবে ওই টাকা তিনি পেয়ে যাবেন বলে জানা গিয়েছে। জাতীয় গেমসের আগে রাজ্য ক্রীড়া দপ্তর ঘোষণা করেছিল, পদক জিতলেই মিলবে পুলিশে চাকরি। সোনা পেলে সাব ইনস্পেক্টর আর রুপো ও ব্রোঞ্জ জিতলে পাওয়া যাবে কনস্টেবলের চাকরি। থাকবে আর্থিক পুরস্কারও।
সোনা জিতলে তিন লক্ষ, রুপো বা ব্রোঞ্জের ক্ষেত্রে পাওয়া যাবে দুই লক্ষ ও এক লক্ষ টাকা। সাথী বলেন, ‘গত ডিসেম্বরে ওডিশায় অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি গেমসে সোনা পেয়েছিলাম। কালনায় স্বপ্না পালের কাছে অনুশীলন করেছি। এ ছাড়া ভিয়েতনামে থাকা সৌমেন দাসের কাছে অনলাইন কোচিং নিই। এখন পুলিশের চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি।’ জানাচ্ছেন, ২০২৬–এ জাপান এশিয়াড এখন তাঁর পাখির চোখ।
মেয়ের চাকরির দিকে তাকিয়ে বাবা শ্যামল মণ্ডলও। তিনি বলেন, ‘কোনওরকমে সংসার চালাই। সামনের বছর জাপান এশিয়ান গেমসে যাবে মেয়ে। চাকরিটা পেয়ে গেলে অনেক উপকার হবে।’ সাথীর চাকরির জন্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, ‘আমি একটু অসুস্থ। সুস্থ হলেই ওর বাড়ি যাওয়ার ইচ্ছা রয়েছে আমার। মেয়েটি যদি আমাকে ওর বায়োডেটা দেয়, তা হলে সেটা ক্রীড়ামন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করব।’