আজকাল ওয়েবডেস্ক: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দিয়ে যুবতীকে ব্ল্যাকমেল। টাকা ও সোনার গহনা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। জানা গেছে, ভয় দেখিয়ে যুবতীর কাছ থেকে নগদ অর্থ ও সোনার গহনা নেওয়ার পরেও বার বার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিয়ে যুবতীর কাছ থেকে আরও টাকা আত্মসাৎ করার চেষ্টা করত ওই যুবক বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সুদীপ্ত মাইতি। বাড়ি সিঙ্গুরে। দুবাইয়ে সোনা রুপোর কাজ করত সুদীপ্ত। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ওই যুবতী তাকে ফাঁসিয়েছে বলে দাবি ধৃত সুদীপ্তর।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় সিঙ্গুরের সুদীপ্তর সঙ্গে পরিচয় হয় জাঙ্গিপাড়ার এক যুবতীর। দু’জনে বেশ কয়েকবার মিলিত হয়। এর পরই দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রাখে সুদীপ্ত। এমনই অভিযোগ যুবতীর। অভিযোগ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিয়ে প্রথমে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় দেড় লক্ষ টাকার সোনার গহনা আত্মসাৎ করে সুদীপ্ত। এত টাকা আত্মসাৎ করার পর আবারও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিয়ে টাকার দাবি করলে বৃহস্পতিবার তারকেশ্বরের পিয়াসাড়া এলাকায় সুদীপ্তকে ডাকে ওই যুবতী। তারকেশ্বরের পিয়াসারা এলাকায় বচসায় জড়িয়ে পড়েন দু’জনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। যুবতীর অভিযোগের ভিত্তিতে সুদীপ্তকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিশ। শুক্রবার ধৃত সুদীপ্তকে চন্দননগর মহকুমা আলাদালতে পেশ করে পুলিশ।