• অস্ত্র পাচারের ছক বানচাল করল এসটিএফ, কলকাতায় আটক তিন পাচারকারী...
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ অস্ত্র পাচারের ছক বানচাল করল কলকাতা পুলিশের এসটিএফ। বিপুল অস্ত্র সহ তিন পাচারকারীকে আটক করা হয়েছে। উত্তরপ্রদেশের নম্বরপ্লেট দেওয়া একটি গাড়িও আটক করা হয়েছে।

    গোপন সূত্রে খবর ছিল কলকাতা পুলিশের কাছে। জানা গিয়েছিল, উত্তরপ্রদেশের একদল দুষ্কৃতী অত্যাধুনিক অস্ত্র নিয়ে বড়বাজার এলাকায় কোনও অপরাধ সংঘটিত করতে চলেছে। এরপর শুক্রবার রাতে বড়বাজার থানা এলাকার মহাত্মা গান্ধী রোড এবং আর্তার স্ট্রিটের ক্রসিংয়ের কাছ দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। উত্তরপ্রদেশের নম্বরপ্লেট লাগানো গাড়িটিকে ধাওয়া করে বড়বাজারের একটি গুরুদ্বারের কাছ থেকে তাদের আটক করা হয়। পাচারকারীদের কাছ থেকে পুলিশ দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। এর মধ্যে দুটি পিস্তলের মধ্যে রয়েছে একটি ৯ এমএম ও একটি ৭ এমএম পিস্তল।

    এসটিএফ সূত্রে জানা গেছে, আটক তিন জন অস্ত্রের কোনও বৈধ নথি দেখাতে পারেনি। পুলিশের জিজ্ঞাসাবাদে কোনও সদুত্তরও মেলেনি। তাদের আরও জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। 
  • Link to this news (আজকাল)