কলকাতায় আবহাওয়ার মুড সুইং, হঠাৎ করেই নামল তাপমাত্রা
বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে আবহাওয়ার মুড সুইং। প্রান্তিক সময়ে শহরে কামব্যাক করছে ঠান্ডা। একধাক্কায় কলকাতায় নামল পারদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক শহরে তাপমাত্রা নামতে পারে ১৪-১৫ ডিগ্রিতে। যা কিনা দিনকয়েক আগেই ২১ পেরিয়ে গিয়েছিল।
আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি ও ১৫ ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি। এই দুটি তাপমাত্রাই স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়নি।
হাওয়া অফিস সূত্রে খবর, পারদ ১৫ ডিগ্রিরও নীচে নামার প্রবল সম্ভাবনা রয়েছে। ১৩ ডিগ্রির আশেপাশে যেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ফলে শীতের শেষ স্পেলে আরও একবার গায়ে জ্যাকেট চড়াতে হতে পারে কলকাতাবাসীকে। যদিও আবহাওয়ার এই খামখেয়ালিপনায় বিপদ কিন্তু বাড়ছে। দিনের বেলা গরম, রাতের দিকে ঠান্ডা থাকায় অসুস্থ হওয়ার আশঙ্কা থাকছে। তবে তারপরেও ফের একবার ঠান্ডার কামব্যাকের খবরে খুশি শীতপ্রেমীরা। এখন শীতের এই ফিরতি স্পেল কতটা দীর্ঘায়িত হয়, সেদিকেই নজর রয়েছে সকলের।