• সাড়ে ৭ হাজারে কাশ্মীর, ৪৫০ টাকায় দীঘা! পর্যটন মেলায় চমকপ্রদ ‘অফার’
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হয়েছে পর্যটন মেলা ‘বেঙ্গল ট্যুরিস্ট ফেস্ট’ (বিটিএফ)। সেখানেই একটি পর্যটন সংস্থার স্টলে দেওয়া হয়েছে চমকপ্রদ ‘অফার’—সাড়ে সাত হাজার খরচ করে ঘুরে আসুন কাশ্মীর! কীভাবে সম্ভব? স্টলের ভদ্রলোক মুচকি হেসে বললেন, ‘অফারটি ভালো করে পড়ুন। কী লেখা আছে?’ দেখা গেল, ছোট হরফে লেখা, ন্যূনতম ১৪ জনের ট্যুর হতে হবে। খাওয়াদাওয়ার ভার সংস্থার হাতে ছাড়লে দিতে হবে আরও ৫ হাজার ২৫০ টাকা। স্টলের ভদ্রলোক এবার বললেন, ‘আমরা কোথাও বলিনি যে ট্রেনে যাতায়াতের খরচ এর মধ্যে ধরা আছে। সেটা পর্যটকদের. দিতে হবে। একটি ঘর তিনজনকে শেয়ার করতে হবে। সাতদিন হোটেল ও ছ’দিনের গাড়ির প্যাকেজ ঘোষণা করেছি আমরা। কথা দিচ্ছি, পরিষেবায় কোনও ঘাটতি হবে না।’


    এ তো গেল সুদূর কাশ্মীরের প্যাকেজ। দীঘায় মাথা পিছু থাকা-খাওয়ার খরচ ৪৫০ টাকা—এমন ঘোষণাও ছিল মেলায়। সংশ্লিষ্ট সংস্থার কর্ণধার দীপঙ্কর দাসের কথায়, ‘সোম থেকে বৃহস্পতিবারের জন্য এই অফার চালু করেছিলাম আমরা। এখন তো দীঘায় এমন অফার বহু হোটেল দিচ্ছে। তাতে বহু মানুষ আসছেন। যদি এই অফারের সৌজন্যে কাজের দিনগুলিতে হোটেলগুলি ভালোভাবে চলে, অসুবিধা কোথায়? যাঁরা থাকছেন, তাঁরা সবাই সন্তুষ্টির কথাই জানিয়ে যাচ্ছেন আমাদের।’ 


    বিটিএসের আয়োজক সংস্থা অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গলের অন্যতম কর্তা সমর ঘোষের কথায়, ‘আমরা এখন যে মেলা করছি, তা মূলত গরমের ছুটির কথা চিন্তা করে। একাধিক রাজ্যের পর্যটন দপ্তর আমাদের মেলায় অংশ নিয়েছে এখান থেকে ভালো ব্যবসা পাওয়ার আশায়’। উত্তরপ্রদেশের এক পর্যটন কর্তা জানালেন, কুম্ভ মেলা শেষ লগ্নে চলে এলেও এখনও মানুষ যাচ্ছে। তবে আবহমানকাল ধরেই সবচেয়ে বেশি আগ্রহ বেনারস নিয়ে। অযোধ্যা যাওয়ার তাগিদও রয়েছে এখন। ত্রিপুরা সরকারের এক কর্তার কথায়, ‘বাংলাদেশের পর্যটক এখন অনেক কমে গিয়েছে। পশ্চিমবঙ্গ সেই খামতি অনেকটাই পুষিয়ে দিচ্ছে।’ মধ্যপ্রদেশ ট্যুরিজমের এক কর্তা বললেন, ‘আমরা এবার অফবিট পর্যটনে বেশি জোর দিচ্ছি।’ -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)