• পরীক্ষার্থীর কাছে এই জিনিসটি পেলেই বাতিল পরীক্ষা, মাধ্যমিকের আগে জারি কড়া নির্দেশিকা
    প্রতিদিন | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • ধীমান রক্ষিত: এবছর মাধ্যমিকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যাও বাড়ল। এবছর ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী মাধ্যমিক দেবে। ছাত্র পরীক্ষা দেবে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন। এবছর মোট পরীক্ষার্থীর মধ্যে ১ লক্ষ ২৭ হাজার ১৪৭ জন বেশি ছাত্রী মাধ্যমিক দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প কন্যাশ্রী, সবুজসাথী প্রকল্পের জন্য ছাত্রীদের পড়াশোনার আগ্রহ বেড়েছে বলেই মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা বাড়ছে। এমনই মত শিক্ষকদের।

    ১০ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সোমবার থেকে মাধ্যমিক শুরু হচ্ছে। ২২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “এবছর ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে। আমাদের কাছে হিসাব রয়েছে, গতবছরের তুলনায় এবছর প্রায় ৬২ হাজার পরীক্ষার্থী বেড়েছে। লক্ষণীয়ভাবে ছাত্রীর সংখ্যা বেড়েছে। বিগত কয়েকদিন ধরে কিছু স্কুল জানিয়েছে যে তাদের পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পায়নি। এটা সম্পূর্ণ স্কুলের ভুল। ৯৬৪৫টি স্কুল নিয়ম মেনে কাজ করেছে। কিন্তু ১৪৫টি স্কুল সেই কাজ করেনি। কলকাতা হাই কোর্টের নির্দেশের পর ১৮১ জন পরীক্ষার্থীর নতুন আবেদন আজ জমা পড়েছে। স্কুলগুলোর দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য পড়ুয়াদের সমস্যায় পড়তে হয়।” জানান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

    রামানুজবাবু আরও বলেন, “পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার সময় কোনও ইলেকট্রনিক গ্যাজেট থাকবে না। পরীক্ষা চলাকালীন যদি পাওয়া যায় তাহলে তার পরীক্ষা বাতিল হবে। গত বছর ৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল। কিছু চক্র চলে। গত বছর পুলিশ তদন্ত করে। পরীক্ষার্থীদের চেকিং শিক্ষকরাই করবেন। পরীক্ষা শুরু হওয়ার আগে শেষ বার ঘোষণা করে তাঁরা জানিয়ে দেবেন, যদি তাদের কাছে কোনও ইলেক্ট্রনিক গ্যাজেট থাকে তাহলে যেন আত্মসমর্পণ করে। টয়লেটে অনেক কিছু লুকিয়ে রাখা থাকে। আমরা এর প্রতিরোধ ২০২৪ সাল থেকে করছি। এবারও তা করা হবে।”

    এদিকে ‘এসএলএসটি’র একাংশের যোগ্য চাকরিপ্রার্থীরা মাধ্যমিকে ডিউটি করবেন না বলে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পর্ষদ সভাপতির বক্তব্য, “আন্দোলনকারী যোগ্য চাকরিপ্রার্থীরা মাধ্যমিকের কোনও কাজ করবেন না, আমাদের কাছে এমন কোনও খবর নেই।” পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দিন সকাল সাড়ে ন’টা থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে। ২৬৮৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ৪২৩ জন কাস্টোডিয়ান থাকছেন। তাঁদের কাছে প্রশ্নপত্র চলে গেছে। অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজারদের দুটি করে ফোন দেওয়া হয়েছে। কোনও সমস্যা হলে দ্রুত তাঁরা ফোনে পর্ষদকে জানবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব সুব্রত ঘোষও উপস্থিত ছিলেন।
  • Link to this news (প্রতিদিন)