• চার বছর পরে শুরু হচ্ছে শিল্প পার্ক নির্মাণের কাজ
    এই সময় | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • বিনয় আগরওয়াল ■ বালুরঘাট

    কৃষি হোক বা শিল্প— দক্ষিণ দিনাজপুর জেলা বরাবরই পিছিয়ে থাকার দলে। বাম আমলে এখানে কোনও শিল্প গড়ে ওঠেনি। শিল্প পার্কের হাত ধরে চাকা ঘোরার আশা করছেন জেলাবাসী। ইতিমধ্যেই জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে পার্ক তৈরির কাজ।

    সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট সাড়ে তিন দশক ক্ষমতায় থাকার সময়ে শিল্প নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আত্রেয়ী নদী দিয়ে কোনও সুখবর বয়ে আসেনি। জেলায় বড় বা মাঝারি শিল্পের প্রসার ঘটেনি, যেখানে কর্মসংস্থান হতে পারে। তৃণমূল ক্ষমতায় আসার পর কেটে গিয়েছে এক যুগের বেশি সময়। দীর্ঘ অপেক্ষার পরে স্বপ্ন দেখতে শুরু করেছেন দক্ষিণ দিনাজপুরের মানুষ।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘোষণায় সেই স্বপ্নের শুরু। ২০২১ সালে বিধানসভার ভোটের আগে কলকাতা থেকে খোদ মুখ্যমন্ত্রী শিল্প পার্ক তৈরির কথা ঘোষণা করেছিলেন। এই ঘোষণার পরেই জেলা প্রশাসন বালুরঘাট শহর লাগোয়া রায়নগর এলাকায় এই প্রকল্পের জন্য ছয় একর জমি চিহ্নিত করে। ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশে এই জমি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে চার বছর কেটে গিয়েছে। অবশেষে এই জমিতে শিল্প পার্ক তৈরির কাজ শুরু হয়েছে। নির্মাণকর্মীরা কাজ করছেন। ইট–কংক্রিটে দেওয়াল তোলার প্রক্রিয়া চলছে।

    এই শিল্প পার্ক তৈরি করতে ব্যয় হবে প্রায় ৮ কোটি ৩৬ লক্ষ টাকা। এখানে বিভিন্ন শিল্পোদ্যোগীরা ইউনিট গড়ে তুলতে পারবেন। সব রকম সাহায্য করবে জেলা প্রশাসন। শিল্প পার্ক গড়ে তুলতে রাজ্য সরকার একটা বড় অঙ্কের বিনিয়োগ করতে চলেছে। এর পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে কয়েক কোটি টাকার বিনিয়োগ হবে। একটি পার্কের মধ্যে বিভিন্ন ধরনের শিল্পের সমাবেশ ঘটবে, নানা ধরনের পণ্য তৈরি হবে। এর ফলে প্রায় কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম তাকিয়ে রয়েছে এই পার্কের দিকে। বালুরঘাটের কলেজ পড়ুয়া সায়ন সরকার বলেন, ‘অনেকদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও কাজ এগোয়নি। ভেবেছিলাম, এ বারও কিছু হবে না। এখন দেখছি কাজ শুরু হয়েছে। আশা করি এ বার আমাদের জেলায় কাজের সুযোগ বাড়বে।’

    কাজ শুরুতে দেরি হওয়া নিয়ে তৃণমূল যুব জেলা সভাপতি তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরীশ সরকার বলেন, ‘কোনও প্রকল্প করতে গেলে একটু সময় লাগে। অনেক প্রক্রিয়া রয়েছে।’ বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, ‘গত বিধানসভা ভোটের আগে ঘোষণা হয়েছিল। সামনে আবার বিধানসভার ভোট রয়েছে। তাই আইওয়াশ করা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)