• গোলাপের দামে ‘কাঁটা’, জমিতে ‘মড়ক’
    এই সময় | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সুমন ঘোষ ■ খড়্গপুর

    ‘রোজ় ডে’-তেই লাফিয়ে বাড়ল গোলাপের দাম। এক সপ্তাহের মধ্যেই ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ওই দিন সকলেই নিজেদের প্রিয়জনকে গোলাপ দিয়ে থাকেন। সেদিন গোলাপের দাম কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে সংশয়ে সকলেই। তারই সঙ্গে এ বার আরও একটি কারণ জুড়েছে। এ সময় গোলাপ গাছে এক ধরনের রোগপোকার আক্রমণ দেখা দিয়েছে। তার জেরে নষ্ট হচ্ছে ফুল।

    ফলে পর্যাপ্ত গোলাপ পাওয়া নিয়েও রয়েছে সংশয়। শুক্রবার ছিল ‘রোজ় ডে’। এ দিন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় এক একটি গোলাপ বিক্রি হয়েছে ৮ থেকে ১০ টাকায়। দু'দিন আগেও যার দাম ছিল মাত্র আড়াই টাকা। শুধু 'দিন মাহাত্ম্যে’ই আড়াই টাকার গোলাপ বিকোল চারগুণ বেশি দামে। এই গোলাপ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় চাষ হয়। আর বেঙ্গালুরু গোলাপের দাম? ব্যবসায়ীরা জানাচ্ছেন, ২০টি গোলাপের দাম পড়ছে ৫০০ টাকা। অর্থাৎ ২৫ টাকা পিস। যা বাজারে বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়।

    ব্যবসায়ীরাই জানাচ্ছেন, গত বছর ভ্যালেন্টাইন্স ডে–তে বেঙ্গালুরুর গোলাপ বিক্রি হয়েছিল ন্যূনতম ৫০ টাকা পিস। শেষ দিকে ৮০ থেকে ১০০ টাকা দামেও বিকিয়েছিল কয়েকটি গোলাপ। আর স্থানীয় গোলাপ বিক্রি হয়েছিল ন্যূনতম ২০ থেকে ৩০ টাকায়। গোলাপ বিক্রেতা দিলীপ মজুমদার বলেন, ‘গত বছর গোলাপ পাইকারি হয়েছিল ১৫-১৮ টাকায়। ফলে বিক্রিও করতে হয়েছিল বেশি টাকায়।’

    ‘গোলাপ গ্রাম’ জকপুরের গোলাপ চাষি তথা নার্সারির মালিক প্রণবীর মাইতি জানান, ভ্যালেন্টাইন্স ডে–তে অনেকেই টব-সহ গোলাপ চারা উপহার দেন প্রিয়জনকে। তবে তার সংখ্যাটা কম। বেশিরভাগই শুধু ফুল উপহার দিয়ে থাকেন। ফলে এই সময়টাই গোলাপের ব্যবসা ভালো হয়। গত বছর শেষদিকে প্রতি গোলাপ ১৮ টাকায় পাইকারিতে বিক্রি হয়েছিল।

    প্রণবীর বলেন, ‘এ বছর ভ্যালেন্টাইন্স ডে –তে, গোলাপের দাম আরও বাড়তে পারে। কারণ, এই সময় গোলাপ গাছে এক ধরনের রোগপোকার আক্রমণ দেখা দিয়েছে। তার জেরে ফুলে ছোপছোপ দাগ হয়ে যাচ্ছে। ফুল ঝরে যাচ্ছে। পাতাও ঝরে পড়ছে। ফলে এ বার ফুল কম মিলতে পারে। তখন হয়তো দাম বেড়ে যাবে।’

    যদিও গোলাপে রোগপোকার আক্রমণ সম্বন্ধে এখনও বিশেষ কিছু তথ্য নেই পশ্চিম মেদিনীপুর জেলা উদ্যানপালন দফতরে। দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অপর্ণা সরকার বলেন, ‘গোলাপের রোগ সম্বন্ধে চাষিরা এখনও আমাদের কিছুই জানাননি।’

  • Link to this news (এই সময়)