• বোসের বক্তৃতার আগে দুই বিধায়ককে নোটিস রাজভবনের
    আনন্দবাজার | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • রাজ্যে বাজেট অধিবেশনের আগে ফের বেসুরে বাজল রাজভবন ও নবান্নের সম্পর্ক। দু’পক্ষের আগের তিক্ততা কাটার ইঙ্গিত মিলেছিল আসন্ন অধিবেশনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বক্তৃতার সিদ্ধান্তে। গত বছর তাঁকে এড়িয়ে বাজেট অধিবেশন করলেও এ বার তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল বিধানসভা। তাতে রাজি হলেও অধিবেশন শুরুর দু’দিন আগে সদস্য হিসেবে শাসক দলের দুই বিধায়কের ‘বৈধতা’ নিয়ে প্রশ্ন তুলেছে রাজভবন। বরানগর ও ভগবানগোলার দুই বিধায়কের কাছে আইনি নোটিস পৌঁছেছে।

    রাজ্যপাল ও নবান্নের সম্পর্ক কি নতুন করে বাঁকা পথ নিচ্ছে? তৃণমূল কংগ্রেসের দুই বিধায়কের কাছে আইনি নোটিস পাঠিয়ে এই প্রশ্নই উস্কে দিয়েছে রাজভবন। বরানগর ও ভগবানগোলার উপনির্বাচনে বিজয়ী তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ নিয়ে যে টানাপড়েন চলেছিল, সেই সূত্রেই এই নোটিস পাঠানো হয়েছে। গত বছর লোকসভা ভোটের পরে ওই দুই বিধায়কের শপথ নিয়ে দীর্ঘ দিন রাজভবন ও শাসক শিবিরের দড়ি টানাটানি চলেছিল। রাজ্যপাল তাঁদের শপথের আয়োজন করে দু’জনকে রাজভবনে ডেকেছিলেন। কিন্তু তা নিয়ে আপত্তি তোলেন তাঁরা। শেষ পর্যন্ত বিধানসভায় তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এ বার অধিবেশনের আগে তা নিয়েই আইনি পদক্ষেপ করেছে রাজভবন। বিধায়ক সায়ন্তিকা শুক্রবার রাজভবনের পাঠানো নোটিস নিয়ে আইনমন্ত্রী মলয় ঘটকের পরামর্শ নিয়েছেন। স্পিকার অবশ্য বলেছেন, রাজ্যপাল এই পদক্ষেপ করতে পারেন না।

    বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি, সোমবার। রাজ্যপাল বোসের ভাষণ হওয়ার কথা সে দিন। পরের দিন অধিবেশনে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রতি শোক জানিয়ে বিশেষ প্রস্তাব আনা হবে রাজ্য বিধানসভায়। শোকপ্রকাশ-পর্বে ১১ তারিখ এই প্রস্তাব নিয়ে আলোচনা নির্ধারিত হয়েছে। বাজেট পেশ হওয়ার কথা ১২ তারিখ বিকালে।

  • Link to this news (আনন্দবাজার)