আজ দিল্লির বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। তৃতীয় বারের জন্য অরবিন্দ কেজরীওয়ালের দল সরকার গড়বে, না কি ক্ষমতায় আসবে বিজেপি? তা জানা যাবে ভোটগণনার পরেই। বুধবার ভোটগ্রহণপর্ব শেষ হওয়ার পরেই প্রকাশ্যে আসে বিভিন্ন বুথফেরত সমীক্ষার হিসাব। অধিকাংশ বুথফেরত সমীক্ষাই এগিয়ে রেখেছে বিজেপিকে। দলের নেতাদের হাবেভাবেও আত্মবিশ্বাস স্পষ্ট। অন্য দিকে, বুধবার ভোটপর্ব শেষের পর থেকে ধারাবাহিক ভাবে নানা ‘অনিয়মের’ অভিযোগ তুলে চলেছে আপ। ৭০ আসনের দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ‘জাদু সংখ্যা’ ৩৬। কাগজে-কলমে ‘ত্রিমুখী’ লড়াইয়ে গোড়া থেকেই ধারে ও ভারে বেশ পিছিয়ে রয়েছে কংগ্রেস। কয়েকটি বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, গত দু’বারের মতোই এ বারও সেখানে কংগ্রেস খাতা খুলতে পারবে না। বুথফেরত সমীক্ষার হিসাব মিলবে, না কি তা ভুল প্রমাণিত হবে? আজ নজর থাকবে দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে।
নদিয়ার কল্যাণীতে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। চার জনই মহিলা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আরও এক মহিলা ভর্তি। এই ঘটনা বছর দুয়েক আগে পূর্ব মেদিনীপুরের এগরা, দক্ষিণ ২৪ পরগনার বজবজ এবং উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি ফিরিয়ে দিয়েছে। প্রশাসনের নাকের ডগায় কী ভাবে বাজি কারখানা চলছিল, সেই প্রশ্ন আবার উঠল কল্যাণীতেও। এই বিতর্কে নজর থাকবে আজ।
বুধবার রাত থেকে নতুন করে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। ৩২ ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। শেখ হাসিনার ধানমন্ডির বাড়িও ভাঙচুর করা হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ওই বাড়িগুলিতে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভাঙচুর চলেছে। বুধবার রাতে হাসিনা ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের জনতার উদ্দেশে ভাষণ দেবেন বলে ঘোষণা করেছিল আওয়ামী লীগ। তার পর থেকেই হাসিনা-বিরোধীরা বিক্ষোভ শুরু করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই অশান্তির জন্য হাসিনার উস্কানিমূলক মন্তব্যকে দায়ী করেছে। হাসিনাকে চুপ করানোর জন্য ভারত সরকারকে লিখিত ভাবে অনুরোধও করা হয়েছে। শুক্রবার ভারত সরকার নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরল ইসলামকে তলব করে। তাঁকে স্পষ্ট জানানো হয়, বাংলাদেশের এ ধরনের বিবৃতি দু’দেশের সম্পর্কের অবনতি ঘটাচ্ছে। এই পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
মাঘ জুড়ে চেনা শীতের দেখা মেলেনি রাজ্যে। শেষলগ্নে এসে কিছুটা কমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় আরও কিছুটা বাড়বে ঠান্ডা। তবে জাঁকালো শীত পড়ার আর সম্ভাবনা নেই। উল্টে সামনের সপ্তাহে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত নেই। বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের কোনও জেলাতেই।
১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামে মার্কিন সেনার বিমান। অবৈধবাসী ভারতীয়দের যে ভাবে হাতকড়া পরিয়ে সেনা বিমানে চাপিয়ে এ দেশে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতারা। শুক্রবারই ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাঁদের জানিয়েছে ৪৮৭ জন অবৈধবাসী ভারতীয় নাগরিককে সে দেশ থেকে ফেরত পাঠানো হবে। এই আবহে আগামী ১২ তারিখ (বুধবার) আমেরিকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য দিকে, পড়শি মেক্সিকো, কানাডা এবং আমেরিকার বৃহত্তম বাণিজ্য সহযোগী চিনের বিরুদ্ধে নতুন শুল্কনীতি প্রয়োগের সিদ্ধান্তের পর পরবর্তী নিশানা কারা হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। তাৎপর্যপূর্ণ ভাবে সেই তালিকায় রয়েছে ভারতের নামও। কারণ, আমেরিকার নতুন প্রেসিডেন্ট যে দেশগুলির পণ্যের উপর বাড়তি শুল্ক বসিয়েছেন তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে ওয়াশিংটনের।