• নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে উত্তরপ্রদেশ থেকে ধৃত আরও দুই
    আনন্দবাজার | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • ব্যারাকপুর: নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুনের ঘটনায় গ্রেফতার হল মোট চার অভিযুক্ত। গত বুধবার রাতে উত্তরপ্রদেশের বালিয়া জেলার সিকান্দারপুরে উত্তরপ্রদেশ পুলিশ ও ব্যারাকপুর কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল যৌথ অভিযান চালিয়ে উপেন দাস ওরফে উপেন তাঁতি ও অন্যতম অভিযুক্ত রাজেশ সাউয়ের ছেলে আকাশকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধৃতদের বালিয়া জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক চার দিনের ট্রানজ়িট রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, ইতিমধ্যেই এই ঘটনায় অক্ষয় গোন্ড ও রঞ্জিত নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। বাকিদের ধরতে চার জনকে একসঙ্গে জেরা করা হবে বলেও জানান তদন্তকারীরা।

    গত ৩১ জানুয়ারি নৈহাটির গৌরীপুরে টোটো থেকে নামিয়ে খুন করা হয় সন্তোষকে। এর পরেই ভাঙচুর করা হয় ও আগুন লাগানো হয় স্থানীয় বিজেপি কর্মীদের বাড়ি ও দোকানে। বদলি হন ব্যারাকপুর কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া। পূর্বতন নগরপাল অজয়কুমার ঠাকুরকে ফিরিয়ে আনা হয় ব্যারাকপুরে। শনিবার রাতেই নৈহাটির ঘটনাস্থল পরিদর্শন ও একের পর এক গ্রেফতারের ঘটনা ঘটে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনাস্থলে যান ও স্থানীয় সাংসদ পার্থ ভৌমিককেই এই ঘটনার জন্য দায়ী করেন।

    শুক্রবার সন্ধ্যায় পার্থের উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় নৈহাটিতে। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও পুরপ্রধানেরা। পার্থ দাবি করেন, ‘‘অর্জুন সিংহের ডেরা বালিয়া থেকেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজেশও অর্জুনের কোনও ডেরায় লুকিয়ে আছে।’’ সভায় পার্থ আরও দাবি করেন, ‘‘বিনোদ সিংহ নামে এক জন শিক্ষক আছেন। যাঁর বাড়িতে অর্জুন আড্ডা দেন। খুনের কয়েক দিন আগে সেই বিনোদ সন্তোষের মাকে জানিয়েছিলেন, ছেলেকে সাবধান করতে। খুনিরা খুন করার পরে অর্জুনের বাড়ি মজদুর ভবনে গিয়েছিল।’’ খুনের ব্লু প্রিন্ট নৈহাটি সিংহভবনে বসে তৈরি হয়েছে বলেও এ দিন দাবি করেন স্থানীয় বিধায়ক সনৎ দে। অর্জুন বলেন, ‘‘আষাঢ়ে গল্প তৈরি করে নিজেদের আড়াল করছেন পার্থেরা।’’

  • Link to this news (আনন্দবাজার)