• দূতাবাসের কাছে হাত বেঁধে প্রতিবাদ
    আনন্দবাজার | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে ভাবে হাতকড়া পরিয়ে অভিবাসীদের ফেরত পাঠিয়েছে, তার প্রতিবাদে কলকাতায় আমেরিকান বাণিজ্যিক দূতাবাসের সামনে বিক্ষোভ দ‌েখাল কংগ্রেস। ঘটনার প্রতিবাদ জানাতে চেনে হাত বেঁধে বাণিজ্যিক দূতাবাসের সামনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে জড়ো হয়েছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। দেশের মানুষের সঙ্গে আমেরিকার এমন ‘অমানবিক’ আচরণের পরেও নরেন্দ্র মোদীর সরকার কেন জবাব দিচ্ছে না, তাদের কি ‘আমেরিকা-ভীতি’ কাজ করছে, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।

    প্রদেশ সভাপতি শুভঙ্করের বক্তব্য, ‘‘হিন্দুস্থান এই অপমান সইবে না। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রোটোকলের বাইরে গিয়ে ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচার করেছেন, তিনি এই লজ্জাজনক এবং মানবধিকার লঙ্ঘনকারী ঘটনার পরে নিশ্চুপ কেন? যেখানে কলম্বিয়ার মতো দেশ আমেরিকার মুখের উপরে জানিয়ে দিতে পারে যে, তারা তাদের দেশের নাগরিকদের নিজেরাই ফিরিয়ে আনবে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী কিম্বা বিদেশ মন্ত্রকের তরফে কোনও প্রতিবাদ হল না! আমেরিকার সঙ্গে কূটনৈতিক পথে কথাও বলা হল না!’’

  • Link to this news (আনন্দবাজার)