দূরপাল্লার ট্রেন ছাড়াও লোকাল ট্রেনে যাত্রীদের একাংশের অতিরিক্ত পরিমাণে মাল বহনের কারণে অন্য যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হয়। দূরপাল্লার ট্রেনে প্রথম শ্রেণিতে সর্বাধিক ৫০ কেজি, বাতানুকূল টু-টিয়ারে সর্বাধিক ৪০ কেজি, বাতানুকূল থ্রি-টিয়ার এবং স্লিপারে সর্বাধিক ৩৫ কেজি মাল বহন করার নিয়ম থাকলেও যাত্রীদের অনেকেই সেই সীমার বাইরে মাল নিয়ে সফর করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার বেআইনি ভাবে মালপত্র বহন করা ঠেকাতে শিয়ালদহ স্টেশনে অভিযান চালান আধিকারিকেরা। অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (পরিকাঠামো) এবং ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের তত্ত্বাবধানে দু’ঘণ্টা ওই অভিযান চলে। ৬৮ জন যাত্রীর মালপত্র পরীক্ষা করা হয়। সাতটি ক্ষেত্রে অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট যাত্রীদের জরিমানা করা হয়।